আমাদের কথা খুঁজে নিন

   

চলুন একটু মজা করা যাক(এই পোস্ট বিটলাগোর।তাই চুচিল আর সিরিয়াসগোরে দূরে থাকাতে বলা হচ্ছে)

সাধারণ একজন মানুষ মানুষের একটি কমন বিষয় হচ্ছে অন্যের বিব্রতকর অবস্থা থেকে হাসা। এই যেমন ধরেন, কেউ রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেল। তখন সবাই আগে একচোট হেসে নিবে তারপর তাকে সাহায্য করতে এগিয়ে যাবে। এমন আর কি। আর কথা না বাডিয়ে চলুন এবার একটু মজা করা যাক।

ব্যাপারটা সম্পূর্ণই আমার আবিষ্কৃত। তয় এগুলা করতে গিয়ে আপনি নিজেই বিব্রতকর অবস্থায় পড়লে তার দায় কিন্তু আমি নিমু না । ১ম পদ্ধতিতে আপনি একা হলেই চলবে। কোথাও বসতে বসতে একটু বিরক্ত হয়ে গেলে এইডা করে দেখতে পারেন। বেশি কিচ্ছু করতে হবে না, খালি একজন মানুষ সিলেক্ট করেন।

কোন মেয়ে হলে ভাল হয়। আর যদি হয় সাঁজুগুজু করা কেউ তাইলে তো কথাই নেই । মানুষ সিলেক্ট করা হয়ে গেল এবার কাজে লেগে পড়া যাক। কারো কাপড়ে ময়লা লেগে থাকতে দেখলে যে হাসিটা দেন সেরাম করে তার দিকে তাকিয়ে থাকেন। তার কাপড়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর তারসাথে চোখাচোখি হয়ে গেলে একটু হাসি দেন এবং তার পোশাকের দিকে ইঙ্গিত করেন।

তারপর দেখুন মজা । তবে একটা কথা আছে এখানে, অবশ্যই অবশ্যই আপনি যে তার দিকে তাকিয়ে আছেন তা তাকে জানতে হবে। তাই আগে তার দৃর্ষ্টি আকর্ষন করতে হবে তারপর উপরের কাজটা করতে হবে। তারপর মজা দেখেন। এবার আসি ২য় ভাগে।

এ ভাগে আপনার একজন সঙ্গী লাগবে। কাজ ১মটার মতই। কারো দিকে তাকিয়ে থাকার সাথে সাথে তাকে ইঙ্গিত করছেন,তাকে নিয়ে মজার কিছু বলছেন এমন ভাব করে আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং দুইজনই তার দিকে তাকিয়ে থেকে হাসুন। তারপর দেখুন মজা। এবার চলুন ৩য় পর্বে।

এ পর্বেও কোন সঙ্গী লাগবে না তবে এটি বেশ ঝুঁকিপূর্ণ পর্ব । কারণ সফল ভাবে একাজ করতে পারলে আপনার পিঠের উপরে দু চারটা কিল থাপ্পর পড়তে পারে :o । তাই একটু নিরাপদ দূরুত্বে থেকেই করা ভাল। কেউ যখন রসিয়ে রসিয়ে মজা করে কোন ঘটনা বা জোকস্ বলে তখন সে আশা করে সবাই হেসে উঠবে। আর আপনার কাজ ঠিক এখানেই।

সে যখন এই ধরণের কিছু বলবে তখন আপনি মুখটা একটু গম্ভীর বা স্বাভাবিক রেখে তাকে বলুন 'এখন কি আমার হাসা উচিত?' তারপর দেখুন তার অবস্থা । তবে এই কাজ ভুলেও আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে করতে যাবেন না। তাইলে কিন্তু সম্যসা হইতে পারে। আবারো কইতাছি এসব করতে গিয়ে কোন সমস্যায় পড়লে তারজন্য কিন্তু আমি দায়ী থাকবো না তো হয়ে যাক একটু খানি মজা.. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.