আমাদের কথা খুঁজে নিন

   

পোস্ট মর্টেম

কবিতা!!! হায়!!!হায়!!!হায়!!! সেটা যেন কি??? কতগুলো কষ্টের অঞ্জলি আবার বলা চলে... অনেক অনেক অনেক অনেক গুলো গীতাঞ্জলী । তবে রবি ঠাকুরের অনেক কষ্ট ছিল??? কবিরা অনেক কষ্ট জমিয়ে রাখতে পারেন বলতে পারা কষ্ট, বলতে না পারা কষ্ট। কষ্ট যখন পাহাড়সম কবিতায় তখন তীক্ষ,সুচালু,জ্বালাময়ী কটাক্ষ রুপে প্রকাশ করে। কবিতায় তার নগ্ন রুপ প্রকাশ পেয়ে যায় এই ভয়ে তটস্থ থাকে, পুরোটাই সেন্সর করে গাল মন্দ করে আসলে কবিরা কিছুই বলতে পারেনা। কিছু কষ্ট প্রকাশের নামে নুতন করে আর কষ্ট জমাট করে রাখে। হায় কবি!!! হায় কবিতা!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।