চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে
ঘুম যেন নির্বাসনে গড়েছে বাসর
দুচোখে ক্লান্তি তাই পেতেছে আসর।
এপাশে-ওপাশে কাটে বিনিদ্র রাত
রাতজাগা পাখিজাগে বিরহের সাথ।
জোনাকিও ক্লান্ত হয়ে আলো নিভে দেয়
আর্তনাদ করে মনে হু হু হাওয়া বয়।
পৃথিবী ঘুমিয়ে যায় নিঘুম রেখে---
অন্তর খোচাতে থাকে অশ্রূভেজা চোখে।
তন্দ্রা যদি এসে যেত দুচোখের পাতায়
বিষন্নতার ছাপ মিটে দিতো চেহারায়।
বিলাপে বিলাপ করে কেটে যায় রাত
নেশা মাখা চোখ খুঁজে সরোদ প্রভাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।