বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন
পৃথিবীর দ্রুততম মানুষ উসাইন বোল্টকে সবাই চিনলে পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী ‘পেরেগ্রিন শাহিনকে’ চিনেন খুব কম মানুষ। পেরেগ্রিন শাহিন ঘণ্টায় ৩২০ কিমি এর বেশী বেগে উড়তে পারে যা ‘উসাইন বোল্টের’ সর্বোচ্চ স্পিডের (৪৩ কিমি/ঘণ্টা) চেয়েও ৭ গুন বেশী দ্রুততম অথচ এই পেরিগ্রিন শাহিনের সর্বোচ্চ স্পিড রেকর্ড করা হয়েছে ৩৮৯ কিমি/ঘণ্টা যা তাকে এই গ্রহের সবচেয়ে দ্রুততম প্রাণীর মুকুট এনে দিয়েছে।
এর পরিচিতিঃ
এই পাখির ইংরেজি নাম Peregrine Falcon এবং বৈজ্ঞানিক নাম Falcon peregrinus. পৃথিবীতে মোট ১৯ টি উপপ্রজাতি আছে এর মধ্য আমাদের উপপ্রজাতিটি হল Falcon peregrinus peregrinator। এর দৈর্ঘ্য ১৩ থেকে ২৩ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং দেহের ওজন হয় ৪৪০ থেকে ৭৫০ গ্রাম পর্যন্ত। বাঁকানো দাঁড়ালো দাঁত ও তীক্ষ নখ দিয়ে এরা শিকারকে মুহুর্তেই ছিন্নভিন্ন করে দিতে পারে।
শ্রেণীবিন্যাসঃ
জগত(Kingdom): এনিমেলিয়া (Animalia)
পর্ব (Phylum): কর্ডাটা (Chordata)
শ্রেণী (Class): এভিস (Aves)
বর্গ (Order): ফালকনিফরমিস (Falconiformes)
গোত্র (Family): ফালকনিডি (Falconidae)
গন (Genus): Falco
প্রজাতি (Species): F. peregrines
স্বভাবঃ
অত্যন্ত দ্রুতগতিতে এই পাখি আকাশেই অন্যান্য মাঝারি পাখি যেমন কবুতর, জলজ পাখি, পোষা পাখি এমনকি স্তন্যপায়ী বাদুর পর্যন্ত ধরে ধরে শিকার করে খাবারের তালিকায় যোগ করে ফেলে।
কোথায় পাওয়া যায়ঃ
এই পেরিগ্রিন শাহিন একটি শিকারি পাখি এবং শীতকালে আমাদের দেশের প্রায় সব জেলায় পাওয়া যায় তবে আমাদের দেশে এটি বিরল পরিযায়ী পাখি হিসাবে পরিচিত। এটি পৃথিবীর সব মহাদেশেই বিস্তৃত যাদের বিভিন্ন উপপ্রজাতিতে বিভক্ত করা হয়েছে। এ পর্যন্ত পেরিগ্রিন শাহিনের ১৯ টি উপপ্রজাতির সন্ধান পাওয়া গেছে।
আমরা চাই এই দ্রুতগতির পাখিটি চিরকাল ধরে তার দ্রুততা ও ক্ষিপ্ততা বজায় রেখে বাংলাদেশ ও পৃথিবীর আকাশে মুক্তভাবে উড়ে বেড়াবে।
আমরা কি পারব তাদের উড়ার জন্য আকাশ দিতে?
তথ্য ও ছবিঃ ইন্টারনেট
প্রাণিজগত নিয়ে আসাধারন ফেইসবুক পেইজ (ভাল লাগলে লাইক দিবেন প্লিজ)
প্রাণিজগতের অজানা রহস্য ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।