শত্রু আমার প্র্রিয় মানুষ
বাগানের ফুল ঝুলে থাকে কাঁটাতারে লাল ,
প্রতিদিন আমার লাল লাল
এক একটি রক্তাভ বিকেল ঝুলে থাকে ,
সারা আকাশে গোধূলির মেঘে
ঝুলে থাকে কাঁটাতারে লাল।
আদিগন্ত সবুজের মাঠ কাঁটাতারে
ঝুলে থাকে লাল বৃত্ত হয়ে ।
সীমান্ত হায়েনার ক্রুব্ধ চোখের প্রকাশ
ফুটে থাকে কাঁটাতারে ঝুলে থাকা লাল।
বক্তৃতার মাইকে টাঙানো থাকে লাল
সংবাদের পাতা জুড়ে থাকে লাল ।
গনতান্ত্রিক গোলাপ ব্যাবস্থায় লাল
গোলাপ এখন সংখ্যা গরিষ্ঠ।
প্রতিটি মৃত্যুতে লাল গোলাপ
বার্তা পৌছে দেবে কাটা-তারে।
এখন সীমান্ত বেড়া হবে লাল
বিপদ চিহ্ন বদলে দেয়া হবে কাঁটাতারের লাল ।
অবহেলার চিহ্ন হবে লাল
ফানুসের রঙ হবে লাল
আশ্রুর রঙ হবে লাল
কৃতজ্ঞতার চিহ্ন হবে লাল
ঋণ শোধের চিহ্ন হবে লাল
কাঁটাতারে ঝুলে থাকা লাল।
প্রতিটি দরিদ্র পিতার হৃদয়ে খোঁদাই করে
বসানো থাকবে কাঁটাতারের লাল।
আপন হারনোর প্রতিক হবে
কাঁটাতারে ঝুলে থাকা লাল।
শোক শক্তিতে রুপান্তরে যাদুর কাঠি
কাঁটাতারে ঝুলে থাকা লাল ।
ঝুলে থাকা ,ভুলে থাকা , মূলে থাকা
বেঁচে থাকার অভিশাপ হবে
কাঁটাতারের ঝুলে থাকা লাল।
জাতীয় লজ্জা দিবস হবে
আজ সীমান্ত কাঁটাতারে ঝুলে থাকা লাল।
.। .।
.। .। .। .। .।
.। .। .। ।
সকল ফেলানি দের স্বরণ করে।
। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।