কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
কবিতাটি প্রবাসীদের অনলাইন পোর্টাল "সুপ্রভাত" থেকে পড়ুন- http://www.shuprovat.com/index.php?id=1312
এখনো অনেক দেরী গন্তব্যে পৌঁছুতে
হয়ত তেমন কোনই দেরী নেই ইতিহাসের সমাপ্তিতে;
এইতো পৌঁছে যাব
এইতো বন্ধ করে দেব এ পারের গ্রন্থায়ন।
দিগন্তের কাছে ঐ যে তারাটি
তাকে যদি সুধোই: যাবে কোথা ভাই?
বলবে না কিছুই সে মুখের ভাষায়
হাসবে কেবলি মিটিমিটি চোখের তারায়
তুমি কেন বুঝো না আমার হাসিকে?
আমার দু’চোখের তারায় লুকোনো স্বপ্নকে
এই দেখে যাওয়ার ফাঁক ফোঁকরে লুকিয়ে
কোথায় কতটা জীবন কিংবা আসন্ন মরণ;
কে জানে কোথায় সমাপন।
তবু একদণ্ড বিলম্ব নেই পৃথিবী নির্মাণে;
সীমান্ত ট্রেনের যাত্রী হে!
স্টেশনকে আলোকিত করে তোমার কি লাভ বলো?
জবাবে কেবলি বল: এখনো অনেক দেরী পৌঁছুতে।
হায়! হয়ত ক’টি মুহূর্ত সম্মুখে...!
১১ নভেম্বর ২০০৮
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।