সীমান্ত ফাঁদ লেখকঃ মোঃ আসিফ হাসান। কুয়াশা ঢাকা সীমান্ত বেড়া কী যেন যায়নি ঢাকা ? লাল কেন ঐ কালো সীমান্তে আটকা পড়েছে একা? হিম বাতাসে কে ওখানে জল জল করে কাঁদে? সে তো বাঙ্গালী বাংলাদেশী। কার পেতে রাখা ফাঁদে ? রক্ত ঝড়ছে টুপ টাপ করে শিশিরের মত করে। মারল কারা ফালানীকে বাঘ ভেবে ভুল করে ? কত বাঙ্গালী মারবে ওরা বাঘ ভেবে ভুল করে? মানুষ শিকার কে থামাবে আর কতদিন পরে ? নেতারা আজ কাদের নেতা? কাদের পক্ষপাতি? বাঙ্গালীদের মরতে দেখেও ধরছে কোথায় ছাতি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।