আমাদের কথা খুঁজে নিন

   

সীমান্ত কি নিরাপধ??

একটি দেশে যখন জরুরী অবস্থা চলে, অথবা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে তখন সবচেয়ে সজাগ থাকতে হই সীমান্তরক্ষী বাহিনিকে। বহিরাক্রমণের আর বিভিন্ন সীমান্তবর্তী অপরাধ ঘটানোর এটিই মোক্ষম সুযোগ থাকে। দেশকে সামলানোর জন্য নিজেরা মরে মরে কোটি টাকা দিয়ে সেনাবাহিনীকে লালন করছি। আর সে সেনাবাহিনীকে না নামিয়ে বিজিবিকে কেন নামানো হয়েছে? কার ভরসাই আমরা ঘুমাচ্ছি? আমার সীমান্ততো অরক্ষিত। এতো কোটি টাকা খরচ করে আর সেনাবাহিনী পালন করে লাভ কি? কেন নামানো হচ্ছেনা এটাতো সবাই জানে... ওরা যেমনি 'মেশিনের' ছেলেদের ধোলাই করবে, তেমনি 'সোনার' ছেলেদেরও ছাড়বেনা। নিজের পুটকি বাঁচাতে গিয়ে দেশের বারোটা বাজিয়ে দিচ্ছে। নিপাত যাক দুঃশাসনের! সময় এখন রুখে দাঁড়াবার! সোনার বাংলাকে... সোমালিয়া,সিরিয়ার মতো দেখতে চাইনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।