আমাদের কথা খুঁজে নিন

   

বিষয় : রজনীকান্ত (দ্যা বুড়া)

আমি আমার পৃথিবীর রাজা ভারতের ছবি কম বেশী দেখেন কিন্তু রজনীকান্তের ছবি দেখেন নি এমন দর্শক সত্যি খুঁজে পাওয়া কঠিন। দক্ষিণের এই তারকা এখনও সমগ্র ভারতের সেরা সিনেমা তারকাদের একজন। যিনি কিনা প্রায় ৪০ বছর ধরে শাষন করছেন সিনেমাকে। এখনো মেয়ের সমান বয়সের নায়িকাদের সাথে ছবি করে পাল্লা দিচ্ছেন তরুণদের। তবে দক্ষিণী ছবি যদি আপনি নাও দেখে থাকেন, তারপরও কিন্তু রজনী'র ছবি রোবট,Robot আপনি দেখে থাকবেন।

এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মুক্তি প্রাপ্ত আরেকটি ছবিতে তার চরিত্রের অংশ বিশেষ মূল্যায়িত হয়েছে দ্যা ডাদ্যা ডার্টি পিকচার এ। এখানে তিনি অভিনয় করেছেন সূর্যকান্তের চরিত্রে। যা রূপায়ন করেছে নাসিরুদ্দিন শাহ্। এবার আসুন দেখে নিই আর আসল (মানে বর্তমান) চেহারা টা।

[img|http://4.bp.blogspot.com/-kQ2jpB- এবার দেখুন সেই আলোচিত রোবট চরিত্রে অভিনয় করা সময় এই রজনীকান্তকে কেমন লাগছিলো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

আমাদের কথায় যা দেখা হয়েছে