আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। ১) রহমান: আচ্ছা ভোটের বয়স ১৮ বছর কিন্তু বিয়ের বেলা বয়স কেন ২১ বছর হতেই হয়। করিম: ১৮ বছর বয়সে দেশ সামলানো যায় কিন্তু ২১ বছর বয়সের আগে বউকে সামলানো যায় না। (২) মা: খোকা, তুই বড় হয়ে কি হতে চাস? খোকা: পশুর ডাক্তার। মা: কেন, পশু ডাক্তার কেন? খোকা: পশুরা কখনোই ভুল চিকিৎসার অভিযোগ তোলে না। (৩) বিদুষী কন্যা: ভগবান, আমাকে একজন বুদ্ধিমান পুরুষের সঙ্গে বিয়ে দাও। ভগবান: তা হয় না কন্যা, অন্য কোন বর নাও। বিদুষী কন্যা: না, আমার বুদ্ধিমান বরই চাই। ভগবান: ওরে পাগলী, বুদ্ধিমান পুরুষেরা কখনোই বিয়ে করে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।