আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু হাসির বিষয় নয়-১৪০

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। (১) পরীক্ষার হলে গন টোকাটুকি চলছে। একজন ছাত্র লিখেছে, সম্রাট আকবর দুঃসময়ে ভাঙিয়া পড়িতেন না। পেছনের বেঞ্চের ছাত্র তা টুকতে গিয়ে লিখল,সম্রাট আকবর দুঃসময়ে জাঙিয়া পরিতেন না। (২) বউঃ এই জানো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি।

স্বামীঃ তা কি করে হয়,আমি তো তখন দিল্লীতে ছিলাম। বউঃ তোমার ফটো ছিল আমার কাছে। স্বামীঃ আমাকে গাধা পেয়েছ,ফটোটা তো শুধু কোমর পর্যন্ত। (৩) বিচারকঃ ফাঁসীর আগে তুমি শেষবারের মত কাকে দেখতে চাও। আসামীঃ আমার বউকে।

বিচারকঃকেন,বাবা-মা নয় কেন? আসামীঃ পুনর্জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তো বাবা-মা পেয়ে যাব কিন্তু বউ পেতে আবার ২১ মিনিমাম বছর অপেক্ষা। (৪) ছেলে মাঝরাতে মাতাল হয়ে বাড়ি ফিরল। বাবা যেন কিছু বুঝতে না পারে তাই ল্যাপটপ খুলে বসল। বাবাঃ তুমি কি মদ খেয়ে এসেছো? ছেলেঃ না, বাবা। বাবাঃ তাহলে ওরকম আচরণ করছো কেন? ছেলেঃ যা বাব্বা, আমি আ-আবার কি করলাম আমি ল্যাপটপ খুলে বসেছি।

বাবাঃ ইডিয়ট,ওটা আমার অ্যাটাচি কেস। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।