আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু হাসির বিষয় নয়-১৪১

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। সবকিছু হাসির বিষয় নয়-১৪১ (১) বাবুনের বয়স দশ বছর হয়েছে। তার জন্মদিনের অনুষ্ঠান শেষে তার বাবা তাকে বললেনঃ তোমার তো দশ বছর হয়ে গেল,এবার তোমার সাথে “এ” রেটেড টপিক গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা যায়। বাবুনঃ হ্যাঁ,এক এক করে বলো বাবা,তুমি কি –কি জানতে চাও? (২) শিক্ষকঃ টেন্স কয় প্রকার ও কি কি? হরিঃ তিন প্রকার,পাস্ট,প্রেজেন্ট ও ফিউচার। শিক্ষকঃ উদাহরণ দাও।

হরিঃ কাল আপনার মেয়েকে দেখলাম,আজ ভালবাসি,আগামীকাল তুলে নিয়ে পালাব। (৩) গোলাপের সঙ্গে আরফের অনেকদিন পর দেখা। গোলাপঃ কি-রে আরফ এতদিন কোথায় ছিলি? আরফঃ জেলে ছিলাম। গোলাপ জেলে কেন? আরফঃ সুমদ্র তীরে শুয়ে ছিলাম,এক পুলিশ অফিসার দেখল,তারপর ফাটকে পুরে দিল। গোলাপঃ অফিসারের কি মাথা খারাপ হয়েছিল।

আরফঃ হ্যাঁ,ওর স্ত্রীকে আমার সঙ্গে শুয়ে থাকতে দেখে তা-ই হয়েছিল। (৪) বউঃ আমি ডিভোর্স চাই,কারণ আমার স্বামী ইন-অ্যাকটিভ। বিচারকঃ কিন্তু আপনার স্বামী তো কবাডি চ্যাম্পিয়ান। বউঃ সেটাই তো সমস্যা,ও আমাকে কেবল ছুঁয়ে দিয়ে পালায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।