আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা । ২০০০ সাল পার হয়ে গেছে, কেটে গেছে আরো ১১ টি বছর, ২০১২ সাল শুরু হয়ে গেছে । মানুষের চিকিতসা সেবা আরো বাড়ানোর চিন্তা করছে বিশ্বব্যাপী সরকার গুলো।
সেই সাথে প্রতি নিয়ত মেডিকেল এর বেসিক ডিগ্রী এম বি বি এস কে আরো আধুনিক, আরো মানসম্পন্ন , আরো যুগোপোগোযোগী করার চেষ্টা হচ্ছে সর্বত্র। কেননা, বাড়ির ভিত্তি কে মজবুত না করে এর উপর আরো উচু তলা তৈরি করলে যে এর ভেঙ্গে পড়ার সম্ভাবনা অনেক বেশি ! একি সাথে মেডিকেল কলেজ হাসপাতাল গুলাতে ইমার্জেন্সী সেবা আরো উন্নত করার চিন্তা করার সময় উপস্থিত, কেননা দেশের সড়ক দুর্ঘটনায় আহতরা, বাসে বা গাড়িতে আগুন দেয়া ব্যক্তিরা, বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মারামারিতে আহত ব্যক্তিরা অথবা মলমপার্টি বা অজ্ঞানপার্টি বা ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ব্যক্তিদের ইমারজেন্সী বেসিস এ চিকিতসা সেবা তো আরো বাড়াতে মেডিকেল কলেজ গুলোর উন্নতি করা উচিত বলে মনে করি।
অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করছি যে কিছু সংখ্যক মানুষের ক্রমাগত প্ররোচনায় সম্ভবত প্রশাসন দেশের শ্রেষ্ঠ মেডিকেল কলেজ গুলোকে ই মেডিকেল ভার্সিটিতে রুপান্তরিত করতে যাচ্ছেন। নতুন করে নতুন জায়গায় মেডিকেল ভার্সিটি না করে, পুরানো ঐতিহ্যবাহী সারা বিশ্বে সুপরিচিত দেশের শ্রেষ্ঠ মেডিকেল কলেজগুলোকেই নাম পরিবর্তন করে ভার্সিটি করলে কি সুবিধা হবে আমাদের বোধগম্য নয়। যেখানেই পাশে একটা মেডিকেল ভার্সিটি ( পিজি / বিএস এম এম ইউ ) আছে অথচ সমস্ত ইমারজেন্সী পেশেন্ট ঢাকা মেডিকেল হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালে ছুটে আসেন, সেখানে এই কলেজের হাসপাতালের চিকিতসার মান বাড়ানোই যেখানে জরুরী, সেখানে একি জায়গায় মেডিকেল কলেজগুলোকে ভার্সিটিতে রুপান্তরিত করলে কি সেবার মান বেড়ে যাবে ?
যারা সরকার কে প্ররোচিত করছেন,
আপনারা কি বুঝতে পারছেন না, একাজের ফলে বিশ্বের বিভিন্ন জায়গায় নাম পরিবর্তনের কারণে তাদের রেকর্ড থেকে আমাদের দেশের এই ঐতিহ্যবাহী মেডিকেল কলেজগুলা র নাম ই মুছে যাওয়ার সম্ভাবনা আছে , আপনারা কি বুঝতে পারছেন না, এর ফলে এম বি বি এস এর কি মারাত্মক ক্ষতি করতে যাচ্ছেন আপনারা ? জনগণ কে সম্পূর্ণ নতুন একটা আধুনিক মেডিকেল ভার্সিটি সম্পূর্ণ আলাদা জমিতে দিয়ে জনগণ কে নতুন কিছু দিন, ঐতিহ্যবাহী মেডিকেল কলেজ গুলো আর ধ্বংস করবেন না দয়া করে।
বরং মেডিকেল কলেজ গুলোতে শিক্ষার মান বাড়ান, এম বি বি এস এর মান বাড়ান,। শুধুমাত্র মেডিকেল কলেজ এর সংখ্যা বাড়ানোতেই কিন্তু উন্নতি হয়ে যায় না, আসলে কি এগুলোর মান বাড়ছে না কমছে নিজেদের প্রশ্ন করুন। যদি সত্য জবাব টা পেয়ে থাকেন, অনুরোধ যে কয়টা মেডিকেল কলেজ এ এখনো এম বি বি এস প্রায় আন্তর্জাতিক মানের কাছাকাছি, সেটাকে পুরাপুরি আন্তর্জাতিক মানের করুন, সেটাকে ধ্বংস করবেন না। মেডিকেল ভার্সিটি অবশ্য ই করুন, কিন্তু সেটা একেবারে নতুন জায়গায়। আমার ধারণা আমার উপলব্ধি/ আকুতি আপনাদের কাছে কোন মূল্য ই বহন করে না।
আর তাই আপনারা সরকার কে প্ররোচিত করে যাবেন নতুন মেডিকেল ভার্সিটি না করে স্বনামধন্য মেডিকেল কলেজ কে ভার্সিটি করতে। আপনারা হয়ত সাময়িক লাভবান হবেন, কিন্তু সম্ভবত দেশের এম বি বি এস এবং ইমার্জেন্সী চিকিতসা ব্যবসথা আরেকটা বড় ধরণের ধাক্কা খাবে। অতএব আতংকের সাথে অপেক্ষা করছি কোনদিন শুনতে পাব, ঢাকা মেডিকেল কলেজ এখন থেকে ঢাকা মেডিকেল ভার্সিটি ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।