আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত কিছু কার্টুন।

সামু ব্লগ ভালবাসি। নিয়মিত ব্লগ পড়ি। ১৯৭১ এ স্বাধীনতা অর্জনে কেবল একাই আমরা যুদ্ধ করিনি। বিশ্বের অনেক দেশ, বিদেশী সংস্থা, নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি ব্যক্তি (সাংবাদিক, কন্ঠশিল্পী, কার্টুনিস্ট, ডাক্তারসহ আরো অনেকে) আমাদের দাবির পাশে দাড়িয়েছিলেন। তাদের সমর্থন এবং সহযোগিতায় আমরা সশস্ত্র সংগ্রামে বেগ পেয়েছি, স্বাধীন হয়েছি।

তেমনি, বিশ্বের বিভিন্ন প্রান্তের কার্টুনিস্টরা আমাদের দূর্দশা ও পশ্চিম পাকিস্তানিদের শোষণ- অত্যাচারের ভয়াবহতা তুলে ধরেছিলেন এবং নিন্দা জানিয়েছিলেন। ৭১ সময়কালীন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কার্টুনগুলো বিশ্বের মানুষ ও গণমাধ্যমকে তীব্রভাবে নাড়া দিয়েছিলো। নিচে এমনি কিছু কার্টুন আপনাদের সাথে শেয়ার করছি (বেশিরভাগ কার্টুনের শিল্পীর নাম ও পত্রিকার নাম উল্লেখ নেই)। ১. (ইয়াহিয়া খান মনে মনে) মুজিব যত ভোটেই পাশ করুক এ্যাসেম্বলির চাবি আমার হাতে .. হে হে হে.. ইয়ে এ্যাসেম্বলির চাবিটা যেন কোনটা!! প্রসঙ্গ: গোল টেবিল বৈঠক। ২. পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় (কেউ নাক গলাবেননা) .... এভাবেই যুক্তি দেখিয়ে আমাদের উপর নিপীড়ন চলতো।

৩. ঢাকায় অবস্থিত রেডিও পাকিস্তানের শাখায় জোর করে পাকিস্তানের গুণগান করতে বাধ্য করা হত। ৪. বিশ্বাস ঘাতকের সংখ্যা দাড়ালো তিন লক্ষ এক ... (একটি শিশু মারার পর গণনাকারীর ভূমিকায় ভুট্টো) ৫. সবটা শেষ করে দিসনা যেন ইয়াহিয়া আর ভুট্টোর জন্যও কিছু রাখিস.. ৬. পশ্চিম পাকিস্তানের কর্তৃক পরিচালিত গণহত্যায় যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদ ও সামরিক সহযোগিতা। (সেইন্ট লুই-পোস্ট ডিসপ্যাচ পত্রিকায়,২ অগাস্ট,১৯৭১ ৭। (ইয়াহিয়া আন্তর্জাতিক মিডিয়ার সামনে)আমাদের হাত পরিষ্কার,আমরা কোন গণহত্যা চালাই নি .... !! ৮। তারা মেডেল পেয়েছে বাঙ্গালীর খুলি ঝুলিয়ে ..... যেভাবে প্রাচীন আফ্রিকার মানুষ নিজের কতৃত্ব বোঝাতে গলায় মানুষের খুলি ঝুলিয়ে রাখত।

৯। The Great Wall of Pakistan.... বাঙ্গালীর লাশ দিয়ে তৈরী ...। ১০. মুক্তিযোদ্ধাদের সামনে ইয়াহিয়ার দুরবস্থা আর আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনের দূর থেকে লেলিয়ে দেয়া বাহিনী। ১১. শিশু দেশ হিসাবে জন্ম নিল বাংলাদেশ হায়নার আক্রমণকে উপেক্ষা করে। সূত্র: *facebook.com/1971cartoon *গণমাধ্যম ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ (প্রথম খন্ড) *shorob.com/2012/04/মুক্তিযুদ্ধের-পোস্টার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.