বিশ্বাসকে সত্য ভাবা আর, সত্যকে বিশ্বাস করা এক নয়। কেউ বিশ্বাস করুক বা না করুক সত্য সত্যই।
মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল।
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবীর জেনারেল ওসমানী।
তাছাড়া তিনটি আলাদা ফোর্স গঠন করা হয় যথাঃ 'জেড' ফোর্স, 'এস' ফোর্স ও 'কে' ফোর্স।
১নং সেক্টরঃ
অঞ্চলঃ
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত।
সেক্টর কমান্ডারঃ
১। মেজর জিয়াউর রহমান(এপ্রিল - জুন পর্যন্ত)
২। মেজর মুহাম্মদ রফিক(জুলাই - ডিসেম্বর পর্যন্ত)
২নং সেক্টরঃ
অঞ্চলঃ
নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া-ভৈরব রেললাইন এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ।
সেক্টর কমান্ডারঃ
১।
মেজর খালেদ মোশাররফ(এপ্রিল - সেপ্টেম্বর পর্যন্ত)
২। মেজর এ. টি. এম. হায়দার(অক্টোবর - ডিসেম্বর পর্যন্ত)
৩নং সেক্টরঃ
অঞ্চলঃ
সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা, কিশোরগঞ্জ মহকুমা, আখাউড়া- ভৈরব রেললাইন থেকে উত্তর-পূর্ব কুমিল্লা জেলা এবং ঢাকা জেলার অংশ- বিশেষ।
সেক্টর কমান্ডারঃ
১। মেজর কে. এম. শফিউল্লাহ(এপ্রিল - সেপ্টেম্বর পর্যন্ত)
২। মেজর নূরুজ্জামান(অক্টোবর - ডিসেম্বর পর্যন্ত)
৪নং সেক্টরঃ
অঞ্চলঃ
সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই-শায়েস্তাগঞ্জ রেললাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট-ডাউকি সড়ক পর্যন্ত।
সেক্টর কমান্ডারঃ মেজর সি. আর. দত্ত।
৫নং সেক্টরঃ
অঞ্চলঃ
সিলেট-ডাউকি সড়ক থেকে সিলেট জেলার সমগ্র উত্তর ও পশ্চিম অঞ্চল।
সেক্টর কমান্ডারঃ মেজর মীর শওকত আলী।
৬নং সেক্টরঃ
অঞ্চলঃ
সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা অঞ্চল।
সেক্টর কমান্ডারঃ উইং কমান্ডার এম. কে. বাশার।
৭নং সেক্টরঃ
অঞ্চলঃ
দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, বগুড়া, রাজশাহী এবং পাবনা জেলা।
সেক্টর কমান্ডারঃ মেজর কাজী নূরুজ্জামান।
৮নং সেক্টরঃ
অঞ্চলঃ
সমগ্র কুষ্টিয়া জেলা ও যশোর জেলা, ফরিদপুরের অধিকাংশ এলাকা এবং দৌলতপুর-সাতক্ষীরা সড়কের উত্তরাংশ।
সেক্টর কমান্ডারঃ
১। মেজর আবু ওসমান চৌধুরী(এপ্রিল - আগষ্ট পর্যন্ত)
২।
মেজর এম. এ মঞ্জুর(সেপ্টেম্বর - ডিসেম্বর পর্যন্ত)
৯নং সেক্টরঃ
অঞ্চলঃ
দৌলতপুর-সাতক্ষীরা সড়ক থেকে শুরু করে খুলনার দক্ষিণাঞ্চল এবং সমগ্র বরিশাল ও পটুয়াখালী জেলা।
সেক্টর কমান্ডারঃ
১। মেজর এম. এ জলিল(এপ্রিল - ডিসেম্বর পর্যন্ত)
২। মেজর এম. এ মঞ্জুর(ডিসেম্বরের অবশিষ্ট দিন)
১০নং সেক্টরঃ
অঞ্চলঃ
অভ্যন্তরীণ নৌপথ ও সমূদ্র উপকূলীয় অঞ্চল-চট্টগ্রাম ও চালনা।
সেক্টর কমান্ডারঃ
মুক্তিবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত নৌকমাণ্ডারগণ।
১১নং সেক্টরঃ
অঞ্চলঃ
কিশোরগঞ্জ মহকুমা বাদে সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা এবং নগরবাড়ী-আরিচা থেকে ফুলছড়ি-বাহাদুরাবাদ ও যমুনা নদীর তীরাঞ্চল।
সেক্টর কমান্ডারঃ
১। মেজর আবু তাহের(আগষ্ট - ৩ নভেম্বর পর্যন্ত)
২। মেজর এম. এ মঞ্জুর(৪ নভেম্বর - ডিসেম্বর পর্যন্ত )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।