আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধকালীন এক রাজাকারকে দেয়া আরেক রাজাকারের চিঠি

শিক্ষা যেখানে অসম্পূর্ণ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে অসম্ভব। বড় করে দেখুন। চিঠিটি দিনাজপুর স্বপ্নপুরীর মুক্তিযুদ্ধ গ্যালারী থেকে ক্যামেরায় বন্ধী করা হয়েছে। আমি নিজ হাতেই ছবিটি তুলেছি। নিচে চিঠিটির লেখাগুলোকে টাইপ করে দেয়া হলো।

চিঠির শেষের অংশটুকু খেয়াল করবেন। এসব রাজাকারদের আমরা এখনো বিচার করতে পারিনি। এটা জাতির জন্য লজ্জাজনক। ============= ৭৮৬ (চিঠিতে আরবীতে লেখা) চেয়ারম্যানের কার্যালয় শান্তি কমিটি ঝালকাঠি তাং-২৮/০৫/৭১ প্রাপকঃ জনাব আজাহার মিয়া চেয়ারম্যান, কীর্তিপাশা ইউনিয়ন শান্তি কমিটি ভাই সাহেব সালামবাদ সমাচার আপনার কীর্তিপাশা কমিটিতে ইউনিট কমান্ডার হিসাবে আঃ রবের নাম শাহ আলম ছার পাশ করিয়া নিয়াছেন। অল্প কয়েকদিনের মধ্যে উত্তর দিকের শয়তান দমন করার জন্য যাইতে হইবে।

আপনার এলাকার সব ইন্ডিয়ান দালালদের যত তাড়াতাড়ি পারেন ধরিয়া ক্যাম্পে পাঠাবেন। ওদের হেদায়েত করার পর উত্তর দিকে অপারেশন শুরু করা হইবে। এদিকে ইতিপূর্বে পাঠানো অস্ত্র যেন ইন্ডিয়ার দালালরা খুঁজে নিতে না পারে। বেগ সাহেবের জন্য ভাল মাল পাঠাবেন। রোজ অন্তত একটা, অন্যদের জন্য যা পারেন।

খোদা আমাদের সহায় আছেন। আল্লা হাফেজ। ছলিমুদ্দিন মিয়া  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.