আমাদের কথা খুঁজে নিন

   

ফিউশন ফাইভের আংশিক সত্য, সামুর মডারেশনঃ নাস্তিক তোষণের ক্ষেত্রে Champion !!!! ( personal অভিজ্ঞতা থেকে )

অনেকগুলো পোস্ট ড্রাফটে নিলাম বিশেষ কারণে তখন রমজানের মাস। সামুর তথাকথিত (ব্যাখ্যা পরে করছি ) নাস্তিকরা একের পরে এক ইসলাম বিদ্বেষী পোস্ট দিয়ে যাচ্ছে। প্রতিবাদ , রিপোর্ট কিছুতেই কিছু হচ্ছে না। মেশিন চলছেই এক পর্যায়ে আবিষ্কার হল ইসলাম বিদ্বেষী ব্লগারের সংখ্যা আসলে ৫-৬ জন আর আরও পাঁচ ছয় জনে তাদের অবিরত সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সব মিলে মোট ১০-১৫ জনের সিন্ডিকেট।

যেহেতু সামু ব্যবস্থা নিতে অপারগ ছিল তাই ভাবলাম বর্জনই একমাত্র ব্যবস্থা । নাহ, সামুকেই বর্জনের চিন্তা করিনি। একটা পোস্ট দিলাম, অনেকটা এই রকম শিরোনাম, ‘সামুর নাস্তিক ব্লগারদের তালিকা: রমজান মাসে এদের ব্লগে যাওয়া থেকে বিরত থাকুন। ’ (পুরোপুরি আজ আর মনে নাই ) পোস্টে নাস্তিকরাও আপত্তি করার মত কিছু পায়নি । বরং একজন সহনশীল নাস্তিক ব্লগার এসে তার নাম লিস্টে তুলতে বলেছিলেন।

(ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছে তবে হামা ভাই, পারভেজ সাহেব কিংবা প্রভাষক এদের কেউ হবে। নাস্তিক যদি এমন হয় তবে তার জন্যে লংমার্চ এর প্রয়োজন নেই। যুক্তি যদি মুখ্য হয়, আবেগ সীমাবদ্ধ থাকা আবশ্যক। কিন্তু আমরা দেখলাম বিস্ময়ের সাথে দেখলাম উগ্রপন্থী মৌলবাদীরা যেভাবে যে ভাষায় কথা বলে আসিফ মহি উদ্দিনেরা সেই ভাষায় পোস্ট দিয়ে যাচ্ছেন। ) কিন্তু সামুর মডু সেই পোস্টটাকে তের মিনিটের মাথায় প্রথম পাতা সরিয়ে দিলেন।

অবশ্য আপত্তিকর কিছু ছিল না বলে হয়ত জেনারেল খাইনি। কিন্তু আমি হতভম্ব। আমি শুধু বলেছিলাম, যাদের মনে কষ্ট লাগে তারা যেন এদের ব্লগে না যান। আর বলেছিলাম, ‘ব্লগে বা পোস্টে ঢোকার আগে শিরোনাম খেয়াল রাখতে। ’ এই ঘটনার পরে আর কখনই ব্লগে নিয়মিত হতে পারিনি।

তথাকথিত নাস্তিক: উগ্রবাদী ক্রিস্টানদের কয়েকটা সংগঠন তাদের প্রচারণার অংশ হিসেবে অন্যান্য সমাজ সেবামূলক কাজের পাশাপাশি ইসলাম বিরোধী প্রচারণার জন্য কয়েক মিলিয়ন ডলার বাজেট খরচ করে থাকে প্রতি বছর। বাংলাদেশের উগ্রবাদী নাস্তিকরা (যে তিনজনের নাম একসাথে বলা হয়েছে তারা নন। খিয়াল কৈরা। ব্লগার মানেই নাস্তিক বা নাস্তিক মানেই ইসলাম বিদ্বেষী না নয়। ) তাদের টাকায় জীবিকা নির্বাহ করে আর ব্লগ লিখে।

যেহেতু তাদের অন্য কোন কাজ নাই তাই সারাদিন ব্লগে সময় দিয়ে থাকেন। আপনারা দেখবেন গত ১৫ দিনে ব্লগে ইসলাম বিরোধী বা নাস্তিকতার পক্ষে পোস্ট কুপি দিয়েও খুঁজে পাওয়া মুশকিল। বিবেকের তাড়নায় যদি তারা এইসব পোস্ট দিয়ে থাকেন তাহলে এখন দিচ্ছেন না কেন? হুজুরদের শোরগোলের কারণে? আবার বলছি আমিঃ যুক্তি যদি মুখ্য হয়, আবেগ সীমাবদ্ধ থাকা আবশ্যক। কিন্তু আমরা দেখলাম, বিস্ময়ের সাথে দেখলাম উগ্রপন্থী মৌলবাদীরা যেভাবে যে ভাষায় কথা বলে আসিফ মহিউদ্দীনেরা সেই ভাষায় পোস্ট দিয়ে গেছেন। আস্তিক না হয় পরজাগতিক মোহে বোমা মেরে মানুষ উড়িয়ে দেয়, মানুষের রগ কেটে দেয়, ট্রেনে আগুন লাগিয়ে মানুষ হত্যা করে।

কিন্তু নাস্তিক কিসের লোভে এমন ভাবে ধর্মকে আক্রমণ করতে আসে সেটা আগের প্যারাটি পড়ে বুঝতে পারছেন নিশ্চয়ই। ফিফার পোস্টঃ শুনতে দুঃসাহসী শোনালেও আমার মত হচ্ছেঃ ক) সরকারের উচিত না কোন ব্লগার এর লেখা মুছে দিতে হবে আর কোন ব্লগারের লেখা রাখতে হবে তা ব্লগের কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া। । কয়েকদিন পরে সরকার বিরোধী কিছু লিখলে সেটাও সরকার ব্যান করে দেবে শিওর থাকেন। মানুষের এই মত প্রকাশের জায়গাটিকে কিছুতেই হারাতে দেয়া চলে না।

আমি এইখানে ফিফার সাথে একমত। খ) তবে সামুর মডু যেহেতু দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং ব্লগারদের হাজারো অনুরোধেও কোন ব্যবস্থা মগাচীপের মত ব্লগারদের বিরুদ্ধে নেয়নি তাই তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা জানি ব্লগমাতা জানাও নিয়মিত ব্লগ পড়ে থাকেন। সুতরাং এত এত রিপোর্ট বা মডুদের ব্যর্থতার দায় এড়াতে পারেন না। আমাদের দাবি হচ্ছে জানা ম্যাডামকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক।

আমাদের জানা দরকার উগ্রবাদী ক্রিস্টানদের টাকার ভাগ জানার পেটেও গিয়েছে কিনা? ==== মডু মশায় আজ জবাব দেবার সময় হয়েছে। আর পোস্ট এইবার মুছলে স্ক্রিনশট রেখে দিচ্ছি। আমি পোস্টটাকে সামুর নাস্তিক প্রীতির ডাটাবেস করতে চাই। লিংক দিয়ে হেল্প করেন। আর ছাগুগিরি করতে চাইলে অগ্রিম গদাম গ্রহণ করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.