আমাদের কথা খুঁজে নিন

   

ফিউশন

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

একবার সাহস করে বেরিয়ে যাও, একবার সাহস দেখাও, জুতোর বাইরে পা রাখবার একবার শুধু কানাগলির বাইরে এসো একবার সূর্যের মুখোমুখি দাঁড়াও। প্রমিথিউস এবং আগুনের সেই চিরায়ত মিথে অসংখ্য সম্ভাবনা আছে। প্রমিথিউস আগুন আনেনি, সে শুধু মানুষের ভেতরকার আগুনের সম্ভাবনা চোখের সামনে তুলে ধরেছিল। দেবদূত'দের জিম্মায় নিজেদের আগুন রাখতে নেই। আগুন জ্বালাবার জন্য, পোড়াবার জন্য এবং ছারখার করবার জন্য। গতকাল প্রমিথিউসের সন্ধানে ডুব দিয়েছিলাম সশান্ত সাগরে দীর্ঘকায় সাপদের সভার মাঝে লকলকে জিভ দেখেছি ; জেনেছি কৌটোর ভেতর থাকা আর নিরাপদ নয় কৌটো সহ বিকিকিনি হচ্ছে, আজকাল অ্যান্ড্রোমিডাও আজকাল নিরাপদ নয়, সেখানেও হাওয়ারা প্রবেশ করেছে ফিউশন প্রক্রিয়ার সমাপ্তি হয়েছে নক্ষত্রমণ্ডলিতে চলছে গোপন আগ্রাসনের প্রস্তুতি ভাষা, সংস্কৃতি , ধর্ম সব প্রি-পারচেজ অর্ডার চলছে। যেভাবে চাও পাবে এখন ঈশ্বর'কে সাদা, কালো , বাদামী কিংবা সবুজ ঈশ্বর এখন সর্বব্যাপী, সর্বগামী ; ঈশ্বর চাইলে এখন হ্রস্ব-ই দিয়েও লিখতে পারো আজকাল কাস্টোমাইজড ঈশ্বর'দের দেদার চাহিদা। গোল্ডেন, সিলভার, ব্রাস এমন কি ডায়মন্ড কোটেড ঈশ্বরও আজকাল মার্কেটে উঠছে খালি জুতোর বাইরে একবার পা দাও, নৌকো ছেড়ে একবার জলের স্পর্শ নাও দেখবে সাপদের বিষ সব নির্বিষ হয়ে গেছে, কবিদের প্রয়াণে নখ-দন্ত হারানো বাঘ নির্নিমেষ চেয়ে থাকে চিড়িয়াখানার বুভুক্ষু দর্শকের দিকে আমাদের আগুন এখন আর তপ্ত করে না, রুটি কিংবা বিছানা কোনোটাই ক্ষিধেরা সব আবাস করেছে , বরফ যুগে ক্ষুধা এখন নিজেকে গ্রাস করবার, গাংচিলের ডানার নীচের ওম গ্রাস করবার ঊষ্ণ রক্তের লালিমা গ্রাস করবার। ১৮'ই ফেব্রুয়ারী, ২০০৭ ১০:৪৪ ওয়েস্ট কলাম্বিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.