আমার লেখা পড়ে.................. নোয়াখীলর মানুষেরা কয়:
* ছীনা বাদাম (চীনা বাদাম) খাইবি তো গলা মলা হুগাই (শুকিয়ে) যাইব ।
* ছীনা জোক (চীনা জোক, সব জোকরেই বলে) গা-র লগে লাগি থায়, বুজাও যায় না । রক্ত খাই শেষ করি আলায়, ত বুইজতি ন (শরীরের সাথে লেগে থাকে বুঝাও যায় না । রক্ত খেয়ে শেষ করে ফেলে । )
*ছীনা আর্মি (চীনা আর্মি) নাইমব হুইনছিলাম, পাকিস্তানি আর্মিগো লগে ।
হুনি কইলজা এক্কারে দপ করি উঠছিল (একবার শুনছিলাম পাকিস্তানী আর্মিদের সাথে চীনা আর্মিও নামবে । শুনে খুব ভয় পাইছিলাম । )
চীনারা ১৯৭১ সালে জল্লাদের মতন পাকিস্তানি কুত্তা গুলারে সমর্তন করেচিল রাজৈনিতিক কজ- এ , আইমিন কারনে । বাংলাদেশের উপর এমন বর্বর খুন-খারাবির কতা জানিও চীণ নিজ স্বার্থে বাংলাদেশের জম্মের বিরোধীতা করেচিল । মানবতা বলিয়া, নিতী বলিয়া কোন জিনিচ ছীনা থুক্কু চীনাদের ছিল না ।
আমাদের কান্ট্রি আই মিন দেশের বাম তত্বে বিশ্বাসীগো এক অংশ ছীন থুক্কু চীন পন্থী । চীণ যেহেতু সমর্থণ করে নাই, তাই তারাও সার্পোট করে নাই । তারা বলিত “চীনের চেয়ারমেন সাব আমাদের চেয়ারমেন সাব” ।
যাউকগা একচন মিয়া একটা কোশ্চেন করিতে চায় । পাকিস্তানী কুত্তাগুলার লগে টেইল আইমিন লেন্জা হিসাবে রেজাকার অইছিল তাদের সার্পোটার জামাতিরা ।
আইচ্চা ইফ চীনারা আর্মি দিয়াও পাকিস্তানিগো হেল্প আইমিন সাহাইয্য করিত দেন এ দেশের চীণ পন্থী বামেরা কি করিত?
একচন মিয়া উপ্তা অিইয়া লুক আইমিন তাকাইয়া রইছে কোচেন এর এনচারের জন্য । পিলিজ জানিলে এনচার দেন । না জনিলে শেয়ার দিয়েন যদি কেউ জানে, দেন এনচার পাওয়া যাবে ।
একচন একচন -ডাইরেট একচন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।