আমার লেখা পড়ে..................
কেউ বানাইতেছে তারে ডাইনী
ভারী কতা কইয়া কেউ আবার জ্ঞানী
খবর দেইখ্খা গৃহিনীরা বানাইতেছে কাহিনী
কবে জাগবো আমাগো সরকারী সব নমিনী? !!!
আমার ঐশীর লাইগ্গা মা্য়াই লাগতেচে । আহারে বাপের দোষে, মায়ের দোষে মাইয়াটা ফাসলো ! ১০০% নির্দোষ মাইয়া ।
কেউ কেউ আমার কতা শুইন্না লাফানি শুরু করছেন রাগে রাগে । আরে মিয়া অফ হন, আগে আমারে কইতে দেন । একচন একচন ডাইরেট. . . . . . ।
একজন ইন্সেপক্টেরের বেতন কত? ঐশীরে কই থেইক্কা তার বাপে ১ লাখ টেকা দিত প্রতি সপ্তাহে? অক্সফোর্ডে পড়ার খরচ কই থেইক্কা আইতো ? টেকা বেশী অইলেই কি সূখ বেশি অয়?
সরকারী কর্মচারি, কর্মকর্তা খালি দুই হাতে না দুই পায়ে, মূখে, সব জায়গাতে থেইক্কা সব ভাবেই কামাইতেছে বাড়তি । কার লাইগ্গা? নিজে একটু আরামে ঘুমাইবো, পুলাপাইন বালা ডেরেস বালা খাওন খাইবো । সম্পদ বাড়বো । চোচাইটিতে ধনী বইল্লা দামী পাইবো , আরও কত্ত কি? যারা যারা ঘুষের নামে ব্ল্যাক মেইল করতাছেন, ছিনতাই করতাচেন তারা বুকে হাত দিয়া কনতো - ভালো আচেন !
ক’দিন আগে তারেক মিয়া মিল্কী মিয়ার মার্ডার করলো । কনতো ইনেসপেক্টের সাব আর তার ওয়াইফ মিল্লা মাইয়া ঐশীরে মার্ডার করে নাই? নিজেরাও মার্ডার অয় নাই ।
আরে মিয়া আপনার পুলা যদি টের পায় আপনি বিড়ি খান তাইলে পুলারে আপনে বিড়ি যাতে না খায় এর লাইগ্গা কত্তটুকু শাসন করতে পারবেন? পুলার কাচে আপনের সম্মান থাকবো কতটুকু? ঐশী কি জানতো না তার মাসে ৪ লাখ হাত খরচের উৎস? আপনেরা যারা ঘুষ খান আপনাগো সন্তান যদি আরও বড় অন্যায়রে ন্যায় ভাবে আপনে কেমতে কি কইবেন?! কারণ সে দেখছে ঘুষ, দুর্নিতী অন্যায় না । হের বাদে আপনের সন্তানতো ভাবতেই পারে জোর যার মুল্লুক তার । হেই যদি ডাকাইতি শুরু করে তাইলে পুলার দোষ কি একটু অইলেও কমে না ?
আবার অন্য দিক দিয়া চিন্তা করেন, কার লাইগ্গা এত্ত কিছু করতাছেন । ?!! এই পুলা পাইন এখনই খুন করতেছে , বুড়া অইলেযে আপনেরে লাথ মাইরা সেফ হাউজে পাডাইবো না তার নিশ্চয়তা দিতে পারবেন? একলা ঘরে অথবা খালি চাকর বাকরের সামনে মইরা পইড়া থাকবেন না এ গ্যারেন্টি কে দিব?
মিয়ারা আশ-পাশ একটু তাকাইয়া দেখেন-
গাছ পালা কাইট্টা মানুষে সাফ কইরা হালাইছে । বাতাসে কষ্ট বেশি ।
মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত অইতেচে পিউর বাতাচের অভাবে । হেই বাতাসের লগে মানুষের হাহাকারের বাতাস আর বাড়াইয়েন না । হাহাকারের বাতাসের একটা বৈশিষ্ট্য অইলো এ বাতাস কিন্তু জম্ম দাতার উপর প্রতিশোধ নেয় । যার কারণে তার জম্ম সে সেই ঘরে ঢুকবোই এক সময় । টুডে ওর টুমোরো ।
ইংরেজীটা বুচছেনত? এইটা আমার একচন মিয়ার কতা না । আমি মূখ্খু মানুচ কিন্তু চুখ ওপেন, কান ওপেন, মন ওপেন । ঘাইট্টা দেখেন ধর্মে, ঘাইট্টা দেখেন দর্শনে, ঘাইট্টা দেখেন বিজ্ঞানে, ঘাইট্টা দেখেন কুজ্ঞানে, ঘাইট্টা দেখেন সাহিত্যে, ঘাইট্টা দেখেন ইতিহাসে, প্রকৃতি প্রতিশোধ পরায়ণ । কুবাতস জম্ম দিবেন আর সেই বাতাস আপনেরে ছাইড়া দিব এইটা ভাইবেন না ।
কনতো বুকে হাত দিয়া মানুষেরে নাজেহাল কইরা, মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়া এ সব করতেছেন তার আগেকার সময়ের চে এখন মানষিক ভাবে গুড আছেন? ! ! !!!!
একচন একচন-ডাইরেট একচন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।