আমার লেখা পড়ে.................. হেফাজতীদের ৫ তারিখে আমরা শিশু কিশোর কম দেখিনাই । ৯/১০ বছরের পুলাপাইনও দেখছি । এদের অনেকে জীবনে এক সাথে সুন্দর ৮/১০ টা গাড়ীও দেখে নাই । এরা শহরে আইলো, মতিঝিলের আশ-পাশের এলাকাগুলো রণ ক্ষেত্র । বেশুমার ভয় পাইছে মনে অয় পুলাপাইনগুলা ।
অনেকে আস্তে ধীরে বড় হুজুরের চোখ এড়াইয়া, বেত খাওনের ভয় ভুইলা পলাইছিল । আর সন্ধ্যা হওনের আগেই শহীদ অইতে আসা বেশীর ভাগ বড় হুজুরর পোলাপাইন থুইয়া পলাইছে ।
পুলাপাইনগুলান পথ চিনে না, ঘাট চিনে না । টাকা পয়সাও নাই । অনেক পুলাপাইন হয়ত চির জীবনের জন্য বাপ-মারেও আর পাইবো না ।
কিচ্ছু সম্বদ্ধেই আইডিয়া নাই, যাইবো কেমনে বাড়ী ? এলাকার নাম জানে কিন্তু থানা, জেলার নামও হয়ত ঠিক মত জানে না । সারাদিনের গোলাগুলির শব্দে কোন কোন পুলাপাইন হয়ত মানসিক প্রবলেমেও আক্রান্ত হইবো । হওয়াটাই স্বাভাবিক । এ কারণেই অনেকে বাড়ী ঘরের ঠিকানাও কইতে পারবো না । শফি হুজুরের ডাকে আইসা লাইফ বরবাদ ।
শফি হুজুর সরাষ্ট্র মন্ত্রীর কাছে নাকি আবেদন করছে তার পুলারে যেন পুলিশ এরেস্ট না করে ! বহুত খুব । এত দিন যে টেকা পইসা খাইছে পুলারে এরেস্ট করলে হেইগুলান খাইবো কে? জেল খানায় কষ্ট কি কম?
তাই শফি মোল্লার আবেদন । ভাব দেইখা মনে অয় বাংলাদেশ তার মামু বাড়ী । মামুরে একবার দিল ১৩ দফা, মামুরে হুমকি দিল তারা দেশ চালাইবো , আবার এখন হের পুলারে এরেস্ট না করার আবেদন । বাহ বাহ ।
কিন্তু বিচাল ধার্মিক হেলি শফিরে কই- যে পুলাপাইন গুলারে আন্ডা বাচ্চা গুলানরে মহা সমাবেশে, ভয় দেখাইয়া, মিথ্যা কইয়া , লইয়া আইছিলেন হেই গুলার লাইগা দরদ নাই? হেই গুলার কি অবস্থা, হেই গুলারে খুইজ্জা বাপ মায়ের কাছে পাডানোর লাইগা, গভ:-এর কাছে আবেদন করলে, বাচ্চাগুলান যে গুলা বাড়ীতে ফেরত গেছে হেইগুলানরে মানসিক চিকিৎসার লাইগ্গা গভ:-এর কাছে আবেদন করলে, বুঝতাম আপনে অরিজিনাল ধার্মিক । কিন্তু আফনের চিন্তা খালি নিজ পুলারে লইয়া । যে পুলিা ধর্মরে ব্যাবহার কইরা মেলা টাকা কামাইছে, ক্ষমতা দখলও করতে চাইছে ।
কনতো এটা কোন ইসলামে আছে । ভাবনা চিন্তা কইরা কন , ভাবার সময় লুঙ্গিটার দিকে খিয়াল কইরেন পিলিজ, নইলে হেলিকপ্টারের বাতাসে লুঙ্গি উঠ্ঠা কিন্তু শরমের স্থান দেখা যাইবো ।
পুলাপান ফটু তুইলা ........ । আপনের কি আসলে কোন শরম আছে? রাস্তার বেশ্যারও শরম আছে, অন্ধকার জায়গা খুজে ।
এখন আফনেরা কন আমি যদি এ মোল্লারে মুনাফেক, বক ধার্মিক ভন্ডিউপাধি দেই তাইলে কি অন্যায় অইবো?
একচন একচন- ডাইরেট একচন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।