আমাদের কথা খুঁজে নিন

   

একচন মিয়ার পত....... হেফাজতীরা কে তাদের বিবিগোরে তালাক দিছেন?

আমার লেখা পড়ে.................. ওয়া ওয়া শহর ওরফে বাবু নগরী সাবরা শহীদ হইতে আইসা লাল বাগ মাদ্রাসায় বইসা রোস্ট-পোলাও খাইছে, ঠুস-ঠাস শুইনা পোলা-পাইনরে থুইয়া পলাইছিল । আহারে ছুড ছুড পোলাপাইন গুলা ঢাকা দূরে থাক হয়ত কোন দিন জেলা শহরও দেখে নাই! বড় হুজুররা লইয়া আইছে জোর কইরা । অনেকের মা-বাপও জানতো না , টাকা কামানোর, প্রধাণমন্ত্রী হইবার খায়েশ মিটানোর জন্য তাগো পুলাপাইন-গুলারে বলি দিতে লইয়া যাওয়া অইছিল । একজনের বাপ-মা তো জানছে পুলার লাশ হাতে পাওনের পর । বাবুনগরী সাবেরও ১৪ বছরের একটা পুলা আছে ।

অর মায়ে নাকি দেয় নাই হের লাইগা বাবু আই মিন ওয়া ওয়া নগরী পুলারে ৫ই মের সমাবেশে আনে নাই । আবার হেলিক্পটার হুজুর কারো কথা না ভাইব্বা সরাষ্ট্র মন্ত্রীরে ফোন দিছিল যাতে তার পুলারে না ধরে । মরলে মরব অন্যর পুলা । অন্যের পুলারে ২০০ বেতের ভয় দেখাইয়া, মাদ্রাসা থেইক্কা বাইর কইরা আনছেন । কারো গরীব বাপ-মা আপত্তি করলে পুলারে মাদ্রাসা থেইক্কা বাইর কইরা দেওনের হুমকি দিয়াও পুলাপাইন আনছেন আপনেরা।

এর ভিত্তে ৮/১০ বছরের পুলাপাইনও আছে । ১৪ বছরের পুলাতো আরও ছুড । আপনে যখন আনেন নাই ধইরা নেওন যায় নিজের পুলাপাইনরে আপনারা কেউই আনেন নাই (বউ-এর লাইগ্গা আনতে পারেন নাই) । শহীদ বাবু মিয়া প্রধাণমন্ত্রী সাবরে জিগাই - আপনের বৌরে ২০০ বেত কি মারছেন? অথবা পুলারে আনতে দিব না এর লাইগা বৌরে কি বাড়ী ছাড়া করছেন/তালাক দিবেন ? যারা ব্লগ দিয়া নেট চালায়, রাজাকারগো বিচার চায়, নষ্ট ও নাস্তিক -তাগো বিরুদ্ধে শহীদ হওনের লাইগা আপনাগো বিবিরা পুলাপাইনরে আপনাগো লগে ছাড়ে নাই । কত্ত বড় নাস্তিক ও নষ্টদের সার্পোটার ! হেফাজতীরা কে তাদের বিবিগোরে তালাক দিছেন? ইসলামরে হেফাজত করার লাইগা ৫ই মে পুলাগুলারে আপনোগো বিবিরা আসতে দেয় নাই বইলা ।

একটা খটকা লাগে - ইসলামের নিয়মনুযায়ী নিজের পুলারে আগে আনতে হইব । মহানবীর মিষ্টির ঘটনাতো জানেন? জানেন কোরবানী প্রথা প্রচলন হওয়ার নিয়ম? আমাগো ইসলামতো এমনই কয় । তা আপনারা কোন ইসলাম হেফাজত করতে মাঠে নামছেন? একচন একচন- ডাইরেট একচন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.