বাংলা আমার...................
এ যুগের "আব্দুল গাফফার বা এম আর আক্তার মুকুল" একচন মিয়া ওরফে জহিরুল হক বাপি। যিনি নিজেকে নিজে এ যুগের মহা পন্ডিত ভাবেন এবং তার ধারনা সামুতে যতো লেখক আছে সবার মাথায় যতটুকু মগজ রয়েছে তার নিজের মাথায় তারচেয়েও ১ ছটাক মগজ বেশি আছে! তার জ্ঞান গভীর কলাম হলো "একচন মিয়ার পত্র" (তার মতের মিল না হলে মন্তব্যকারীকে ব্লক করেন আমি অধম একজন যার মন্তব্য করার অধীকার নাই)।
বাপি সাহেবের পোষ্ট লিংক: http://www.somewhereinblog.net/blog/zohirulhoquebapy/29908525
উনার জীবিকার একমাত্র উৎস হলো দালালী। নগ্ন দালালী বলতে যা বুঝায় মি.বাপি তাই। অন্যকে হেয় করতে তিনি বড়ই ওস্তাদ।
মতের বিপক্ষে কেউ কথা বললে সে হয় জ্ঞানপাপি,ছাগু,ভাগু..আরো অনেক কিছু।
যদিও ব্যক্তিগত ভাবে তিনি আমার পরিচিত তবুও আমি তার পোষ্টে মন্তব্য করতে পারিনা। যদিও তার মহান পোষ্টগুলোতে "একচন মিয়ার পত্র" হাতে গোনা কয়েকটা মাত্র।
যিনি বা যারা মন্তব্য সহ্য করতে পারেনা তাদের জ্ঞান সম্মন্ধে একটা প্রশ্নবোধক চিন্হ থেকে যায় বলেই মনে করি।
কোন দলের সাপোর্ট করা অবশ্যই দোষের না, তবে একজন উচ্চ শিক্ষিত মানুষ যদি অন্ধ সমর্থক হয় তাহলে তার শিক্ষার উপর একটা কালো দাগ পরা অস্বাভাবিক নয়।
ভালো কে ভালো আর কালোকে যারা কালো বলতে না জানে তারা আসলে কতোটুকু শিক্ষিত এবং জ্ঞানী তা বুঝতে আমার সমস্যা হচ্ছে।
যাকে তাকে জ্ঞানপাপি,ছাগু নামে ডাকতে মি.বাপি খুব পছন্দ করেন কিন্তু তিনি নিজে কোন বিশেষনের মধ্যে পরে সেটা বুঝেন কিনা জানিনা। আরেকটা ব্যাপার হলো মি.বাপি একজন কবি,নাট্যকার,গল্পকার এবং নির্মাতা, মানে শিল্পের ১৬ কলায় রয়েছে তার সমান পারদর্শিতা। এই একটা কারনেই তার অন্ধ সমর্থন মেনে নিতে কষ্ট হয় যে, এমন শৈল্পিক একজন মানুষ এমন অন্ধ দালাল হয় কি করে!! যাকে তাকে অসম্মান করে একজন শিক্ষিত মানুষ দিনের পর দিন কিভাবে লিখতে পারে!
যতোটুকু জানি ৭১ এর পরে তার জন্ম, যাকে তাকে ছাগু,ভাগু,রাজাকার নামে ট্যাগ দেয়ার অধিকার তিনি পেলেন কোথায়! ওনার মতের বিপক্ষে গেলেই সে হয়ে যায় রাজাকার!! ৭১ পরবর্তি প্রজন্ম রাজাকার কিভাবে হতে পারে জানিনা। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা কিন্তু তার দালালীর সাথে একমত না বলে আমিও রাজাকার ছাগু হয়ে গেছি এবং তার পোষ্টে মন্তব্য করার অধীকারও হারাইছি...
অবশ্য এখন বঙ্গবীর কাদের সিদ্দিকি, ড.কামাল সহ অনেক মুক্তিযোদ্ধাই রাজাকার আর ইঞ্জি:মোশারফ গং মহান মুক্তিযোদ্ধা!!
সত্যি সেলুকাস বড় বিচিত্র এই বাংলাদেশ.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।