পড়তে ভালবাশি । । লেখার চেস্টা করি। । জিপি ইন্টারনেট এ অনেক ব্যথা পাইয়া কয়েকদিন আগে বাংলালিঙ্ক ইন্টারনেট একটা মডেম কিনলাম।
অনেক আশা নিয়া যে আনলিমিটেড প্যাকেজ যেহেতু ডাউনলোড কইরা ফাটাই ফেলব ; কিন্তু এরা যে কি পরিমাণ হারামী আগে বুঝি নাই। আমি তো মনে করছিলাম কমসে কম 20kBps স্পিড তো দিব। তা তেই চলব আমার। কিন্তু হায় সব স্বপ্ন ই মনে হয় স্বপ্ন থেকে যায়। তাই যথারীতি আমি স্পিড পাইলাম কত জানেন?...মাত্র 4kBps. যাহা দিয়া ডাউনলোড তো দূরে থাক কোন ওয়েবপেজ ই ওপেন করায় মুশকিল হইয়া গেছে।
আর মজার বিষয় হইল এই মডেম দিয়া ডাউনলোড স্পিড আর আপলোড স্পিড প্রায় সমান থাকে । এইটা আমার কাছে এক বিরাট রহস্য। এত কি আপলোড হয়(জিপি মডেম এ এত বেশি আপলোড হইত না)। এই পোস্ট টা দিতে আমাকে সব ওয়েবপেজ বন্ধ করে শুধু মাত্র ১০ মিনিট অপেক্ষা করে সামু কে খুলে তারপর দিতে হইল। চিন্তা করতেছি কাস্টমার কেয়ারে যাইয়া গালাগালি কইরা আসব নাকি?...কিছুটা শুনছি যে এরা নাকি ফেয়ার ইউজেস পলিসি র কথা বলে।
আমার কথা হইল টাকা দিলাম আমি অথচ স্পিড পাইব আর একজন এইটা কেমন ফেয়ার ইউজেস?...ইহা এখন রীতিমত আমার জন্য pain in the ass হইয়া গেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।