আপনারা আমার এই মেইল টির answer দিবেন কিনা জানিনা কিন্তু আপনাদের একটা কথা জানাতে মেইল করছি । আগে ভাবতাম বাংলালিঙ্ক এ রেট সব থেকে কম । কিন্তু ভুল । গ্রামীন ফোন পর্যন্ত এত cheap রেট দেয় আর আপনারা । সবনিম্ম কল রেট আট আনা ।
গ্রামীন ফোন রবি এয়ারটেল যেখানে চার আনার অফার দিয়ে দিছে । আর আপনারা টিকে আছেন মোবাইল মেসেজ (৫০০ এসএমএস ৫ টাকায়) অপশন রাখার কারনে । বুঝলেন ?
আমি বাংলালিঙ্ক ব্যাবহার করি । আমি করাটা বাদ দিব না এটা ঠিক , কিন্তু আপনাদের সুবিধার জন্য জানাই আমার অনেক বন্ধু বাংলালিঙ্ক ব্যাবহার করা সম্পূর্ণ বাদ দিয়ে দিছে আপনাদের কল রেট এর কারনে । (এতে বিপদ হয়ে গেছে আমার) ।
ওদের গ্রামীন ফোন এ কল দিতে যেয়ে ফতুর হয়ে গেলাম । আমার বাকি ফ্রেন্ড গ্রামীন নেবার আগে আপনারা কিছু করেন ।
আমার মেইল এর ভাল একখান reply চাই । **
আমার পরামশে আসি এবার ,
আপনারা একটা প্যাকেজ দিতে পারেন ,
সব বাংলালিঙ্ক নাম্বার এ ৭০ পইসা
অন্য নাম্বার এ ১.১৫ টাকা ( আপনাদের লাভ এ দেখলাম ভাই)
৩ টি বাংলালিঙ্ক fnf নাম্বার এ ২৫ পইসা মিনিট ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।