সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই
অনেক দিন হল বাংলালিঙ্ক এর সিমটায় রিচার্জ করিনাই, কিছু দিন আগে ২০ টাকা রিচার্জ করলাম যে ঠেকার কাজ চালানো যাবে। ২-৩ দিন পরে দেখি আমার একাউন্ট এ ১৭ টাকা হয়ে আছে যেখানে আমি কোনো কল বা এসএমএস করি নাই, যাহোক আমি ভাবলাম হয়তো কল করেছি, মনে নাই। কিছু দিন পর বাংলালিঙ্ক এর একটা বিরক্তিকর মেসেজ আসলো, তাদের বিরক্তিকর অফার সম্পর্কে, আমি মেসেজটা ডিলিট করে দিলাম, এবং একাউন্ট চেক করে দেখলাম ১৫ টাকা হয়ে গেছে, মেজাজটা চরম খারাপ হয়ে গেলো, মনে হচ্ছে তাদের অফার সম্পর্কিত মেসেজ তারাই দিবে এবং টাকা টাউ আমার একাউন্ট থেকেই কাটবে ( শালা বাটপারের দল) । যা হোক, একটু আগে আবার একাউন্ট চেক করলাম, দেখি ১৩ টাকা হয়ে আছে, যেখানে আমি ২০ টাকা ভরার পর কোনো কল, এসএমএস করিনাই, অথচ আমার ৭ টাকা নাই।
আমি বুঝতে পারছিনা, তাদের সিম কেউ ব্যাবহার করেনা বলেই কি আমাদের একাউন্ট থেকে এমনি এমনি টাকা গায়েব করে দিচ্ছে?
এরকম হলে এটা হবে গ্রামীন থেকেউ বেশি বাটপারি। এসব যদি হারামযাদার বাচ্চারা করা বন্ধ না করে শালাদের কি করা উচিত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।