বাংলাদেশের মাটি দিয়ে গড়া এক মানুষ কম্পিউটার খুব বেশি ব্যবহার করলে যৌনকাজ বাধাপ্রাপ্ত হয় এ কথাটি অনেক বিশেষজ্ঞ বলে থাকেন। তবে করডোবা, আর্জেন্টিনা এবং পূর্ব ভার্জিনিয়ার মেডিক্যাল স্কুলগুলো হতে একটি তথ্য সম্প্রতি প্রকাশ করা হয়েছে তা আরও চাঞ্চল্যকর। বিশেষজ্ঞরা বলছেন, যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের শুক্রানুর সংখ্যা হ্রাস পায়। শুক্রানু হলো পুরুষ শরীরের যৌনকোষ যা সন্তান উৎপাদন করায়। করডোবা নেসসেনটিস সেন্টার ফর রিপ্রডাকটিভ মেডিসিনের বিশেষজ্ঞ অধ্রাপক কনরাডো অ্যাভানডেনো বলেছেন, ল্যাপটপের তড়িৎ চুম্বকিয় তরঙ্গের প্রভাবে শুক্রানুগুলো মারা যায়। শুক্রানুর ডিএনএ ভেঙ্গে যাওয়াতে এ বিপত্তি ঘটে। ড. অ্যাভানডেনো আরও বলেছেন, অনেকক্ষেত্রে দেখা যায় যৌনাঙ্গের কাছাকাছি রেখে মানুষ ল্যাপটপ ব্যবহার করে। শুক্রানুর জন্য এটি ভীষন ক্ষতিকর। এতে শুক্রানুর মৃত্যু কয়েকগুন বেড়ে যায়..(বিদেশী পত্রিকা অবলম্বনে)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।