কুরআন-সুন্নাহ'র অনুসারীগণ বুঁকে হাত বেধে সালাত আদায় করলে হয়ে যায় "লা-মাযহাবী" ! আর এক-ই কাজ শাফী মাযহাবের লোকেরা করেও তারা তাদের মাযহাব মেনে শাফী-ই থেকে যান ! সহীহ হাদিস মেনে সালাতে - "রফুল ইয়াদাইন " করলে হয়ে যায় " আহলে হাদীছ " ! আর এক-ই কাজ "হাম্বলী মাযহাব" এর লোকেরা করে তারা হাম্বলী-ই থেকে যান ! সহীহ সুন্নাহর ওপর আমল করে, সূরা ফাতিহার পরে "জোরে আমীন" বললে হয়ে যায় "ওহাবী " ! আর এক-ই কাজ "মালেকী মাযহাব" এর লোকেরা করে মালেকী-ই থেকে যান ! কুরআন-সুন্নাহর অনুসারীরা, সালতের পর সম্মিলিত "মুনাজাত" কে "বিদাত" বললে এবং "মুনজাত" করতে নিষেদ করলে তারা হয়ে যায় "ফিতনাবাজ" ! অথচ, তাদের মাযহাবে-ও এর কোনো অস্তিত্ব নাই ! ** তাদের এই আচরন কী তাহলে, শুধু-ই বিরোধিতার জন্য বিরোধিতা ! নাকি সহীহ হাদিস এর ওপর আমলকারীদের সাথে অন্তরে বিদ্বেষ রাখা ! ** "যারা অগ্রবর্তীদের পরে এসেছে তারা বলে- " হে আমাদের প্রতিপালক ! আমাদেরকে আর আমাদের ভাইদেরকে ক্ষমা কর যারা ঈমানের বেলায় আমাদের অগ্রবর্তী হয়েছে,আর যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোন হিংসা বিদ্বেষ রেখ না। হে আমাদের প্রতিপালক ! তুমি বড়'ই করুণাময়,অতি দয়ালু। [সূরা আল-হাশর, আয়াত-১০ এর বাংলা অনুবাদ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।