জামায়াত ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পুনরায় দাখিল করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে যথাযথভাবে অভিযোগ দাখিল করতে না পারায় ৫ জানুয়ারির মধ্যে আবার তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন অধ্যাপক গোলাম আযমের আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেছিলেন, ‘তারা ৪০ বছর পর অভিযোগগুলো নিয়ে দুই বছর ধরে অবিরাম কাজ করে চার্জশিট দিয়েছে। আদালত বলেছেন, অভিযোগগুলো আগোছালো ও অসঙ্গতিপূর্ণ। এর মাধ্যমে প্রমাণ হয়, অভিযোগ বানানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ ‘‘(লেখাটি ছাগু ব্লগ থেকে কপি করা)’’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।