আমাদের কথা খুঁজে নিন

   

আমি যতবার উড়াল মেঘেদের চোখে চাই

অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই

মানুষ সুন্দরের পূজারী। শুধু আমি সুন্দরকে ঘৃনা করি। সুন্দরতা মানুষের মনের তৃপ্তি বাড়ায় আর আমার চোখের জ্বালা বাড়ায়। পৃথিবীর সব সৌন্দর্য্য সবাই সহ্য করতে পারে না। ************** ঢাকার ব্যস্ত পথে যেই বালিকাটি ফুল কিংবা ফুলের মালা হাতে নিয়ে ঘুরে বেড়ায়-সে আমাকে দুচোখে দেখতেই পারে না।

কারণ সেই ফুলগুলো কারোরই কিনার নিয়ম নেই। কিংবা বলা যায়, আমার জন্যই মেয়েটি তার ফুল বেঁচতে পারে না। ফুলের প্রতিটি পাঁপড়ি ধীরে ধীরে শুকিয়ে ঝরে পড়ে, তাতে বালিকাটির মত আমার মোটেও দুঃখ হয়না। আমি জানি, এক পাগল একদিন আমার জন্যই বালিকার সব ফুল কিনে নিবে। আমি ছাড়া কেউ কোনদিন ফুলপরী হতে পারবে না।

*************** মেঘকে বলো তার বুকের বোতাম খুলে দিতে। আমি মেঘের শরীর। আমি বৃষ্টিকন্যা হবো। তার উঠোনে রিনিঝিনি ছন্দ বাজে না বহুদিন। উহুঁ, আজ আমি কোথাও যাবো না।

আমি তোমাকে ধূসর নীল রং উপহার দিলাম। **************** আমার আঙুলের ভাজে একটা বকুল ফুলের গাছ ছিলো। একটা বকুলের মালা আমি গেঁথে ছিলাম। রাখাল জানে না। আমার হাতের তালুতে একটা বট গাছ তার ডালপালা মেলে বেড়ে উঠছে।

বকুল গাছের কথা বলছো?! সেতো মরে গেছে সেই কবে! তখন ভোর হতো না। শুধু তুষার জমতো বকুল গাছের শিকড়ের নিচে। আর আমার আঙুলের ডগায় মেঘেদের উড়াউড়ি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.