আমাদের কথা খুঁজে নিন

   

STOPPING by Question Paper on a Rainy Morning

নির্বোধের ব্লগে স্বাগতম। জানি না অনেক কিছুই; জানতে চাই, তাই ভুল করি বারবার কথা ছিলো আজকের সকালটা উৎসর্গ করবো ROBERT FROST কে। (আজ American Poetry কোর্সের পরীক্ষা ছিলো কি না) যদি মাথাটা আর একটু খোলে, যদি Frost বেচারার উপর আরও বেশি পরিমাণে কাঁচি- কলম চালানোর মতো বিদ্যা মাথায় ভর করে- এই আশায়। আমার এই উৎসর্গের কথা মনে হয় ঐ আকাশ ব্যাটা কোনোভাবে জেনে গিয়েছিলো, আর এ কারণে আমাকে ভিজিয়ে দেয়ায়, নতুন কবিতা লেখা হলো - STOPPING BY QUESTION PAPER ON A RAINY MORNING. (Robert Frost দ্বারা তুমুলভাবে অনুপ্রাণিত হয়ে এবং তার সমসাময়িকদের হাতে তুমুলতরভাবে প্রহৃত হয়ে) পরীক্ষার রুমের যে গার্ড মনে হয় আমি তাকে চিনি। রুমের কোণের ঐ উঁচু পাটাতনে বসে সে ঝিমোচ্ছে; আমার এই করুণ স্থবিরতা তার চোখে পড়বে না- ব্যর্থতার ক্ষতিপূরণের অজস্র স্বপ্নে ভরে ওঠা তার দেয়া এই খাতা।

আমার পূর্ণযৌবনা কলমটি এটাকে অস্বাভাবিক মনে করছে- হৃদয়বান কোনো ক্লাসমেটকে আশেপাশে না দেখেও এই থেমে থাকাকে; এইসব চেয়ার-টেবিল আর বরফ-হৃদয়ের, খাতা-কলমের মৃত্যুদূত উঁইপোকাদের ভীড়ে, বৃষ্টিস্নাত বছরের তীব্রতম এই শীতের সকালে। আমার টগবগে কলমটি তার এলোচুল এলিয়ে দিল খাতার সাদা বুকের উপর, জিজ্ঞেস করলো- মহাশয়, মনোরঞ্জনের জন্য আর কী করিবো, বলিবেন নিশ্চয়? এই সঙ্গীত ছাড়া আর একধরণের শব্দ ছিলো ঘরময়- পাতার পর পাতা ওল্টানো আর অস্থির নিরবতার শব্দ। তরুণী উঁইপোকাগুলো ছিলো আসলেই চমৎকার,রহস্যময় ও গভীর জলের মাছ; কিন্তু অনেক সুপরিকল্পিত চিন্তা করার আছে আমার পরবর্তী সেমিস্টারের জন্য। সুখস্বপ্নের পরে, আড়াআড়িভাবে পুরো খাতা কেটে শেষ হবে আমার কাজ; আড়াআড়িভাবে পুরো খাতা কেটে শেষ হবে আমার কাজ। ( ছন্দের মিল কেউ খুঁজতে যাবেন না যেন।

মাথা আউলায়া গেলে আমার দোষ নাই। ULTRA-POST DEPRESSIONISM বলে কথা ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।