আশা গুলো সত্যি হয় না......... সত্যি হয় সব আশঙ্কা...... আমেরিকা এবং ইউরোপ, গনতন্ত্রের দুই স্বপ্রোণদিত ফেরিওয়ালা। তারা বলেন, এটা এক মহান পদ্ধতি। এটা দেশগুলোকেও মহান করে তোলে। গনতন্ত্র নিশ্চয়তা দেয়, দেশের জনগণকে একটা শোষণমুক্ত জীবন যাপনের। (যদিও অন্য দেশের নিরীহ জনগনকে শোষণ কিংবা খুন করলেও গনতন্ত্রের কিছু হয় না.........) সেই আমেরিকা এবং ইউরোপ-ই এখন ইতালিতে একটি অনির্বাচিত সরকার আনার প্রস্তাব করেছে যা কিনা পরিচালিত হবে কিছু সংখ্যক প্রাক্তন কূটনীতিকদের দ্বারা, যার নেতৃত্বে থাকবেন মারিও মন্টি, যিনি কিনা একজন ইকোনমিস্ট, এবং প্রাক্তন কূটনীতিক। (এটা নভেম্বর, ২০১১ থেকে কার্যকর হয়েছে)...... সুতরাং, স্রষ্টারাই প্রমান করলো যে তাদের সৃষ্টি (গনতন্ত্র), সকল প্রকার রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার একমাত্র সমাধান নয়। জনগনের “রাজনৈতিক ও অর্থনৈতিক ম্যান্ডট” যে সর্বদা প্রভাব বিস্তার করে বা করতে দেয়া উচিত এটাও ভুল প্রমানিত হল। সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো, পুঁজিবাদের অভিশাপ থেকে বাঁচার জন্য গনতন্ত্রকে শেষ পর্যন্ত Oligarchy-এর কাছে হাত পাততে হলো। তাইতো গনতন্ত্রের পূজারি ইউরোপকে অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে Oligarchic চীনের দ্বারস্থ হতে হয়। এখন যেহেতু এটা প্রমানিত যে, গনতন্ত্র সর্বরোগ নিবারক ঔষধ নয়, এখন আমেরিকা ও তাদের সাঙ্গপাঙ্গদের উচিত গনতন্ত্রের নামে হত্যা বন্ধ করা...... অনুবাদঃ অমি......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।