A Poet,Writer and Journalist
গনতন্ত্র এক অদ্ভুত চেরাগ। এই চেরাগের আলোতে থাকার জন্যে দুনিয়া পাগল। জগতের সবচে বড় গনতন্ত্র নাকি ভারত। লোক সংখ্যার কারনে। আমেরিকা নাকি ভাল গনতন্ত্রের দেশ।
আমরা সবাই তারজন্যে পাগল।
ভারতে ২০কোটি লোক না খেয়ে থাকে। ৫০ কোটি লোকের কোন অক্ষর নেই। ২০ কোটি হরিজন নাকি মানুষ নয়।
আমেরিকা কথায় কথায় ভিনদেশ আক্রমন করে গনতন্ত্র ও শান্তির দোহাই দিয়ে।
এক সময় কমিউনিজম খেদাতে মুসলমানদের ব্যবহার করেছে। এখন কমিউনিজমকে করছে মুসলমান খেদাতে। লাদেনদের সাথে ব্যবসা করেছে বহুকাল। এখন লাদেন খেদানোর কাজে নেমেছে।
বাংলাদেশও গনতন্ত্রের দেশ।
কারন এখানে ভোটাভোটি আছে। ভোটের নাটক। ৭৩ সালে বংগবন্ধু ভোটের মাধ্যমে ২৯৩ সিট নিয়েছিলেন। তাতেও তার মন ভরেনি। তাই তিনি একদল করেছিলেন।
তিনি সবই করেছিলেন দেশের মানুষের জন্যে। তিনি ভাবতেন তিনিই সবকিছু। তাহলে বহুদলের কি প্রয়োজন?
শেখ হাসিনা ২৬৩ সিট পেয়েও শান্তিতে নেই। বিরোধীদল নামের পিপড়াদের কামড়ও সহ্য করতে পারছেন না। তিনি বিরোধী দলে থাকলে ১৭৩ বার হরতাল করেন।
একদল থাকলে কি তিনি শান্তিতে থাকতেন?
খবরের কাগজের বিষয় নিয়ে কথা বলতে চাইনা। বংগবন্ধু সব কাগজই বন্ধ করে দিয়েছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।