অইই,তোরা কেউ ভালানা,
মুখেই বড় কথা।
রাত ফুরালে এক কাহিনী,
মাইনষেরে দিশ যাঁতা।
কিসের এতো ভাব রে তোদের,
মিথ্যা বাদীর দল।
একের পর এক ধান্দা বাজি,
মানুষরে দিস ঘোল।
কিছু আছে অন্ধ ভক্ত,
আজাইরা দেয় লাফ।
নেত্রী মহান নেত্রী মহান,
আগুনে দেয় ঝাঁপ।
কি লাভ বেটা দেখছি বহুত,
তোদের পিছেও বাঁশ।
দলের লাইগা তিন হাত লাফাস,
দাঁত কেলায়ে হাস।
কিছু আছে বহুত বুঝে,
বুঝে শুনেও চুপ।
তানারা তো বুদ্ধি জীবি,
জ্ঞানের নল কূপ।
সাগর রুনি সাগর রুনি,
হঠ্যাৎ সবাই থামে।
কালো বিলাই ভিজে চুপ চুপ,
সুরঞ্জিতের ঘামে।
এখন আবার নেতা নিখোঁজ,
হয়ে গেছে গুম।
শুরু হইসে লাফা লাফি,
কারোরি নাই ঘুম।
হাজার হাজার মানুষ মরে,
হয়না তারা ইস্যু।
গরিব মায়ের মরছে পোলা,
নেত্রী দিবে টিস্যু।
চোখ মুছিয়ে আর কাঁদেনা,
টাকা গুলান নাও।
আগামী বার ভোটটা দিও,
দুঃখ ভুলে যাও।
গ্যাস বিদ্যুৎ পানিও নাই,
ইস্যু হয়না এসব।
ভোগান্তিরও সীমা আছে,
পড়বে দেখিস গজব।
মানুষ মরে নর্দমাতে,
কিসের হবে বিচার।
নেতার ভাগ্নে খুন করেছে,
পুলিশে খায় আচার।
উন্নয়নের বিশাল জোয়ার,
কোটি টাকার খেলা।
টু থার্ড তার নেতায় নিবে,
কিছু নিবে চেলা।
অবশেষে রাস্তা হবে,
দুমাস পরে গর্ত।
আবার আরেক জোয়ার হবে,
লুট হবে সব অর্থ।
গনতন্ত্র মানে হলো,
ভোট কেন্দ্রে ভোটার।
নেতার হাতে দেশ তুলে দাও,
পাঁচটা বছর লুটার।
আরে তোরা সবাই খারাপ,
স্বার্থপরের ঝাঁক।
বিদ্যুতের খাম্বায় ঝুলে,
উন্নয়নের কাক।
দেশের তোরা কি ভালা চাস,
নিজেরা নাই ঠিক।
ভন্ডামী আর নোংরামীতে,
মান সম্মান লিক।
মানুষেরে আজো ভাবিস,
মূর্খ আহাম্মক।
রাজনীতিবিদ রাজার মতো,
প্রজাগো নাই চোখ।
পাঁচে পাঁচে দশ বছরে,
মিলে মিশে চুরি।
দেশের পিছে বাঁশ ভরে কয়,
আয় দেশটা গড়ি।
দেশের দরদ উতলে পরে,
সব খানে দূর্নীতি।
গোড়ায় গলদ মানুষ বলদ,
নেতা ফুইলা হাতি।
দরকার নাই এত্ত দরদ,
বুইঝা গেছি সব।
মানুষ এখন খায়না সূজি,
বন্ধ রাখিস গপ।
শান্তি মতো বাঁচতে তো দে,
চাইনা তোগো দয়া।
তোগো নাথাক আমগো আছে,
দেশের লাইগা মায়া।
তোগো এসব কোপা কোপি,
তোরা তোরাই রাখ।
সাধারন মানুষ গুলান,
আর দিসনা ডাক।
এক নেতা তার বন্ধু নেতার,
মাথায় মারিস গুলি।
আদিম মানুষ সাজিস তোরা,
গলায় পরিস খুলি।
ভালো তোরা আর হবিনা,
বদলায়না স্বভাব।
কিছু লোকের রাজ্য পাইয়াও,
থাকবে জাইগা অভাব।
সিস্টেম টাই নষ্ট দাদা,
যা ভাবছি ভুল।
আজকাল খুব কষ্ট লাগে,
ছিড়তে নিজের চুল।
ছল চাতুরি গর্তে ঢুকা,
মাইনষেরে কেন মারিস।
নিজের মতো থাকতে দেনা,
আর দিবোনা নালিশ।
নিজের মতো বাঁচতে তো দে,
এটুক শুধু চাই।
ঘরে কি তোর নিজের শিশু,
ছেলে মেয়ে নাই।
দেশ টারে যে লুটে নিলি,
ওদের থাকলো কি??
ও আচ্ছা বুঝছি ওদের,
বিদেশ পড়াবি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।