আমাদের কথা খুঁজে নিন

   

গনতন্ত্র !!!!!! ????????????

গনতন্ত্র মানে কি ??? আমি এই ছোট মস্তিষ্কে যতটুক জানি যে গনতন্ত্র মানে হল এমন একটি সরকার ব্যবস্থা যেখানে দেশের জনগনের প্রত্যেক কথাকে মূল্য দিবে, দেশের প্রত্যেক কাজে জনগনের অংশগ্রহণকে প্রাধান্য দিবে। গণতন্ত্রের মুল কথা এই যদি হয় তাহলে কি আমাদের দেশে সত্যিই গনতন্ত্র চর্চা হচ্ছে ??????? এখন দেশে কি চলছে একটু দেখুন, প্রেস ক্লাবের সামনে “আমজনতা” গ্রুপের ৭ জন সদস্য ৭১ ঘন্টা অনশনে বসেছে দুই নেত্রীর সংলাপের দাবিতে। তাদের অনশনের ৫৮ ঘন্টা চলছে, কিন্তু দুঃখের বিষয় হল এই যে এখন পর্যন্ত এই দুই নেত্রীর কেউই এই নিয়ে কোন কিছু বলেন নাই বা তাদের কোন প্রতিনিধি প্রেরন করে নাই !!!!! এই ৭ জন তরুন তরুণীর কি দরকার ছিল এই অনশন করার, তারা তো তাদের নিয়েও ব্যস্ত থাকতে পারত। কিন্তু তারা থাকে নাই, তারা তাদের নিজের কাজকর্ম, নিজেদের পড়ালেখা বাদ দিয়ে দেশের জন্য, দেশের জনগনের শান্তির জন্য তাদের নিজেদের সব কিছু ভুলে গিয়ে অনশনের মত অহিংস কর্মসূচীতে অনশ গ্রহন করেছে। তারা এই ভেবে অনশনে অংশগ্রহন করেছে যে তাদের এই ত্যাগে যদি একবার হলেও দুই নেত্রী সামনাসামনি হয়ে সংলাপে বসে তাহলে দেশ কিছুটা হলেও উপকৃত হবে, এতেই তাদের ত্যাগ সার্থক হবে।

এখন পর্যন্ত অনেক বড় বড় ব্যাক্তিবর্গ এই অনশনের সাথে একাত্ম প্রকাশ করেছেন, অনশনকারীদের সাথে একাত্ম প্রকাশ করেছেন, কিন্তু যাদের নিয়ে এই অনশন হয়তবা তাদের এই নিয়ে মাথা ব্যাথাই নেই। তাদের মাথা ব্যাথা যুদ্ধাপরাধীর বিচার, তত্তাবধায়ক সরকার, নিজেদের নেতারা জেলমুক্তির জন্য আন্দোলন, হরতাল, বিক্ষুভ, হরতালের ধর পাকাও সহ আরও অনেক কাজে। সেই কাজে তাদের নজর থাকলেও দেশের পরিস্থিতির ঠিক ই অবনতি তারা বন্ধ করতে পারছেন না । জনগন তাদের নিরাপত্তা নিয়ে এখন শঙ্কিত। কিন্তু তারা কি এটা বুঝছে না যে তারা যদি একসাথে আলোচনায় বসে তাহলে যুদ্ধাপরাধীর বিচারসহ তাদের সকল মাথা ব্যাথার ঔষধ বের হয়ে আসবে ??????? দেশের মানুষ শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে??? যারা অনশন করছে তাদের এতে কোন স্বার্থ নেই, আর তাদের এই অনশন সফলতার সাথে আগামীকাল শেষ হয়ে যাবে, কিন্তু যদি দুই নেত্রী যদি সংলাপ নিয়ে মাথা ব্যাথা না করে তাহলে একটা জিনিস স্পষ্ট বুঝা যাবে যে বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্টিত হয় নি।

সময় এখনও শেষ হয়ে যায় নি। আশা করছি এই বিষয়ে দুই নেত্রী অতি শীঘ্রই সচেতন হবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।