কিছুনা লিচু খাই বাপ মা ২৪টা বছর খাওয়াইলো পড়াইলো কোনো সমস্যা হয় নাই। যেই বেকার হইয়া একটা বছর থাকবেন, তখন নানা সমস্যা । ঘাড়ে চইড়া আর কতোদিন খাবি। আরে এতো বছর পারলে আর একটা বছর খাওয়াইলে কি হয় ?? তবে যাদের ফ্যামেলিতে অর্থ কষ্ট আছে তাদের কথা আমি বলতেছিনা।
মধ্যবিত্ত পরিবারে সমস্যা প্রধান সমস্যা বাসার আশেপাশের আংকেল আন্টিরা।
তাদের কাছে মান ইজ্জত সেলারির গরম দেখাইতে না পারলে বাপ মায়ের নাক কাটন। মাসে কতো টাকা আপনার আয় তাই আপনার পরিচয় এইটা হইলো আসল কথা। মানুষ হিসেবে আপনি কেমন ভাল না মন্দ এইগুলো হইলো ফোর্থ সাবজেক্ট । মাসিক আয়ের সাথে বাপ মায়ের আচার আচারন ও পরিবর্তন হয়। ভাল সেলারি পাইলে তখন আপনার ভাল গুন গুলাই শুধু বাপ মায়ের চোখে পরবে, ওরে আমার লক্ষি ছেলেরে।
ছোটকাল থেকেই আমার এই ছেলেটা একদম লক্ষি। আহ কতো মজা। সবই মাসিক বেতুনের সমানুপাতিক।
বন্ধু বান্ধবের মধ্যেও দেখা যায় যার মাসিক বেতন বেশি, তাকে সবাই কেমন জানি সমিহ কইরা চলে। অটোমেটিক আইসা পরে হয়তো, যেমন পাচজন বন্ধুর মধ্যে একজনের আর্থিক অবস্থা খারাপ সে বললো চল দোস্ত লেকে বইসা আড্ডা দেই ।
তখন ভাল চাকরি করা বন্ধু কইলো, ধুর বেটা লেকে একটা বসার জায়গা হইলো চল গাবতলি গরুর হাটে আজ আড্ডা দিমু। সবাই কইবো হ্যা হ্যা গরুর হাট আড্ডা দেয়ার জোশ জায়গা চল চল । এই বন্ধু মহলে হয়তো একসময় যখন সবাই ছাত্র ছিল আপনি সবার খুব প্রিয় ছিলেন, কিন্ত জব লাইফ আসার পর সব উলটা পালটা।
বাপ মা বন্ধু বান্ধবের যখন এই অবস্থা প্রেমিকার কথা আর নাই বা কইলাম। এই বাপ মাই আগে রিক্সা ভাড়া দিয়ে স্যারগো বাসায় পাঠাইতো , আর এখন কয় নবাবজাদা বাসে যাহ।
তোর বন্ধুরা সব কতো টাকা কামায় আর তুই কি করোস!!!!
দুনিয়ায় আসলে কেউ কারো আপন না, আপনিই আপনার সবচেয়ে আপন জন । দুনিয়া বড়ই নির্মম , মাসিক অনেক টাকা কামাইতেই এই দুনিয়ায় আসছেন । মানব জন্মের উদ্দেশ্যই হলো মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা কামাও তারপর আস্তে আস্তে আরো টাকা কামাও। মানব জীবন ধন্য তোমার , তোমার বাপ মা খুশি, বউ খুশি , বন্ধু বান্ধব ও খুশি।
ছাত্র থাকা জীবন আর এরপরের জীবন অনেক তফাত , ধুম কইরা সবাই অপরিচিত হইয়া যায়।
এতো আদর যত্ন কইরা আসলে আমারে বড় করা হইছে যাতে আমি বেশি বেশি টাকা কামাইতে পারি, টাকা না কামাইলে আমি একটা লস প্রজেক্ট।
সুতরাং মাসিক আপনার ইনকামি সব , একটা কুকুরও যদি এখন মাসে ভাল সেলারির জব পায় আমি শিউর অনেক মানুষ তাকে সালাম দিবে, ভালই সম্মান পাবে আশা করা যায়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।