আমাদের কথা খুঁজে নিন

   

মিশর আদালতের রায় : নারী টিভি উপস্থাপক স্কার্ফ পরতে পারবেন

মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনে নারীদের স্কার্ফ পরার ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছে দেশটির একটি আদালত। এ রায়ের ফলে, এখন থেকে রাষ্ট্রীয় টেলিভিশন অনুষ্ঠানে নারীদের স্কার্ফ পরতে আর কোনা বাধা রইল না। আদালত বলেছে, অনুষ্ঠান উপস্থাপনের ক্ষেত্রে স্কার্ফ কোনো সমস্যা সৃষ্টি করে না। লামিয়া হোসেইন নামে এক নারী উপস্থাপকের দায়ের করা একটি মামলার রায়ে আদালত এসব কথা বলেছে। লামিয়া তার দায়ের করা মামলার আর্জিতে বলেছিলেন, স্কার্ফ পরার কারণে ২০০৮ সাল থেকে তাকে রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপন করতে দেয়া হচ্ছে না। তার এ অভিযোগ আমলে নিয়ে আদালত আজ এ রায় দিল। একই সঙ্গে আদালত লামিয়াকে তিন হাজার ২৮০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে টেলিভিশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। Click This Link মিশরের স্বৈরশাসক হুসনি মুবারকের পতনের পর দেশটিতে ইসরাইলী আধিপত্য যেমন কমেছে তেমনি ইসলামের ওপর সেক্যুলারদের প্রভাব কমেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।