আমাদের কথা খুঁজে নিন

   

২০১২ : উনারা উচ্চবিত্ত আমরা নিম্নবিত্ত

লিখতে পারি না, তাই চুপচাপ থাকি রাস্তার পাশে টং দোকানের গাড় লিকারে একটুখানি চিনি দেওয়া চা খেতে খেতে রাস্তায় চলাচল করা লেডি এন্ড জেন্টলম্যান দের দেখতেছি ! অন্যদিনের তুলনায় আজকের রাস্তা অনেক বেশি জমজমাট !সবাই সাঁজগোজ করে বেরিয়েছেন ! নারীদের শরীরে শোভা পাচ্ছে, ঢাকাই মসলিন,ট্রাডিশনাল,গাদোয়ান,লাঠিয়াল,কাতান,বেনারশি,এপলিক,হ্যান্ডপ্রিন্ট,ইন্ডিয়ান কটন,চিনন,বালুচুরি . . . . . হা হা হা, হ্যাঁ ভাই,ঠিক ধরেছেন আমি চাপাবাজি করতেছি! এই ধরনের দামি শাড়ি পড়ে যারা বেরিয়েছিলেন,তারা এখন নয়,গতরাত্রে ইচ্ছে ইচ্ছেমতো খানকি নাচ দিয়ে তারা এখন ঘুমুচ্ছেন,ঝিমুচ্ছেন ! আর যারা শুদ্ধ ইউরোপিয়ান 'কলচারড পলোইন' করেন তারা গতকাল বেরিয়েছিলেন ব্রা পেন্টি পড়ে !পুলিশ,র্যাব,কোবরা,চিতা,বাঘ,ভাল্লুক,এবং প্রশিক্ষিত কুকুর তাদের নিরাপত্তা দিয়েছে! উনারা উচ্চবিত্ত । আর এখন যারা বাইরে আছেন তারাই নিন্মবিত্ত,ডাষ্টবিনবিত্ত!রাষ্ট্র এদেরকে গত রাতে ঘর হতে বাহির হয়ে ২ কদম যেতেও না করে দিয়েছিলো ! আর এখন এদের পরনে শোভা পাচ্ছে,জর্জেট,টাঙ্গাইল, রহিম মিয়া প্রিন্ট,সদর ঘাট স্পেশাল জামদানি,জিন্জিরা কটন আর সত্তইর টাকা দরের সাদা জমিন লাল পাড়ের শাড়ি,হলইদ জমিনে লাল পাড়,সাদা জমিনে হলুদ পাড় ইত্যাদি ! জ্বি ভাই,এবার চাপাবাজি করছিনা! এদের কাছে গায়ে হলুদের শাড়ি,বৈশাখের শাড়ি কিংবা ১লা ফাল্গুনের বলতে কিছু নাই ! এরা ছুটি পেলে বেরিয়ে পড়ে ঘুরতে শাড়ি অথবা তেনা পেঁছিয়ে ! এদের বেশির ভাগ শাড়ির দাম সইত্তর টাকার কাছাকাছি ! অনেকে হাসাহাসি করছে এদের দেখে,কেউ কেউ টিটকারি মারছেন কিংবা গালিও দিচ্ছেন ! যদিও গালাগাল ওদের ওভ্যাস হয়ে গেছে ,গার্মেন্টস এর পি এম,জি এম,আর দেড় টাকার সুপারভাইজারও কত রকম কাঁচা গালি দেয় ! এসব উনারা গায়ে মাখেন না। এরা এখন ঘুরতে বেরিয়েছে প্রেমিকা নিয়ে,নাগর নিয়ে,জামাই নিয়ে,কেউ কেউ দুলাভাইর সাথেও বেরিয়ে গেছে! বর্ষশুরুতে এরা পুরাতন ডায়রি ফেলে,লাভ চিন্হ আর গোলাপ ফুল দেওয়া নতুন ডায়রি কিনেছে !আজ সারাদিন বেড়ানো শেষে নতুন ডায়েরিতে লিখবে, অদ্য ০১ ০১ ২০১২ ইং সনে দুলাভাইর সাথে অনেক মজা করে বেড়িয়েছি ,জিয়ার মাজারে গেছি,কি সু ন্দ র ! একজন বিলেতি মেম সাহেব কে দেখেছি,ইস কি সুন্দর ! কিতো লম্বা, ধবধবে সাদা ! ফুসকা খাইছি,চটপটি খাইছি,সুইংগাম খাইছি, দুলাভাই খুব ভালা মানষ ! তয় একটু বেশি দুষ্টু ,খালি . . . ! !আর লিখে রাখবে আগামি ছুটিগুলোতে কোথায় কোথায় যাবে !! এভাবে কেটে যাবে ২০১২ সাল ! এরা জানেনা কেন তাদের পরনে শাড়ির দাম,উচ্চবিত্তের ১ প্লেট চটপটির দামের সমান ! এরা বছর শেষে ডায়েরিটা ফেলে দেয় ! এরা গার্মেন্টস ফ্যাক্টরির বড় সাহেবের বউ কিংবা বিলেতি মেম এর এত জৌলুস কিসে তা জানেনা!নিজের শরীরটা কেন ৮০ পাউন্ড ওজনের তাও জানেনা!নিজের তেল চিটচিটে নোংরা পোশাকে ধনীর দুলারীর যে বমি হয়ে যায়,তাও তারা জানেনা !! বিলাসবহুল শপিং মলে কি পাওয়া যায় এরা সেই খবর রাখেনা !নিজেরা যে মানুষ সেটাও অনেকে জানেনা ! খাসির মাংসের স্বাদ ওরা জানেনা ! ইলিশ ওরা খায়না তবে নাম শুনেছে!এক জোড়া জুতা ৭০০০ টাকা দাম শুনলে ওরা বিশ্বাস করেনা ! ১ শাড়ি ২ লাখ টাকা বললে ওরা বলে পাগল ! যদি,এসব জানতো। তবে সত্তর টাকার শাড়িটা পড়ে রাস্তায় হাঁটতোনা, নিলজ্জের মতো ! বরং থমকে দাঁড়াতো। বছর শেষে ডায়রিটা ফেলে দিতোনা,বরং পাওয়া না পাওয়া,কষ্ট,দুঃখ,ক্লেশ,যন্ত্রনার কঠিন হিসেব করে উঠে দাঁড়াতো ।

বিলেতি সেই মেম সাহেব আর বড় সাহেব এর বউয়ের শরীর দেখে গুরে দাঁড়াতো । রাতের বেলায় বাহিরে না যাওয়ার রাষ্ট্রিয় ঘোষনার বিরুদ্ধে রুখে দাঁড়াতো । আজ যদি এই ডাষ্টবিনবিত্ত থমকে দাঁড়াতো,তবে কেঁপে উঠতো রাজা বাহাদুর। এই নিন্মবিত্ত উঠে দাঁড়ালে দোঁড়ে পালাতো কর্পোরেট বন্ডরা । এই বৃত্তহীনরা ঘুরে দাঁড়ালে,ভয়ে শিয়ালের গর্তে ঢুকতো,মাল্টি ন্যাশনাল কোম্পানির শয়তান আর অফিসিয়াল টাইডরা।

ওরা রুখে দাঁড়ালে সম্রাজ্যাবাদের পাঁ চাটা কুত্তারা মাংসের কিমা হয়ে রাস্তায় পড়ে থাকতো। কেউ তখন তাদের গালি দেওয়ার সাহস পেতো না! আমিও বলতাম 'রেড স্যালুট' । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.