দেখিয়া শুনিয়া চরম বিরক্ত
১) গত বছরের সবচেয়ে আলোচিত ঘটনা হলো, আরব বিশ্বের জেগে ওঠা। সব্জীবিক্রেতা মুহাম্মদ বুয়াজ্জির আত্মত্যাগের মধ্যদিয়ে সরকারবিরোধী আন্দোলনের যে স্ফুলিংগ তিউনিসিয়াতে জ্বলে উঠেছিল তা পরে গোটা উত্তর আফ্রিকা হয়ে শেষে মধ্যপ্রাচ্যে দাবানলের মত ছড়িয়ে পড়ে ।
২) জানুয়ারীতে বেন আলী সরকারের পতনের পর অক্টোবরে প্রথমবারের মত তিউনিসিয়াতে ভোট অনুষ্ঠিত হয়।
৩) ফেব্রুয়ারী মাসে হুসনী মোবারক বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠে গোটা মিশর। মূল আন্দোলন দানা বেঁধে ওঠে কায়রোর তাহরীর স্কোয়ার কে কেন্দ্রকরে ।
গোটা তাহরীর স্কোয়ার যেন পরিনত হয় জনসমুদ্রে। ১৮ দিন ব্যাপী একটানা বিক্ষোভ ও আন্দোলনের ফলে ক্ষমতা থেকে সড়ে দাঁড়াতে বাধ্য হন মোবারক।
৪) ১১ই মার্চে একসাথে তিনটি মহাদুর্যোগ হানা দেয় জাপানে। ৯। ০ মাত্রার এক অতিশক্তিশালী ভূমিকম্প সূচনা করে এক প্রলংকারী সুনামীর।
যার কারনে ফুকুশিমা পারমানবিক কেন্দ্রে মারা্ত্মক পারমাণবিক বিপর্যয় ঘটে। স্তম্ভিত হয়ে পড়ে পুরো বিশ্ব। মারা যায় কমপক্ষে ১০,০০০ মানুষ।
৫)২০শে অক্টোবর বিদ্রোহীদের হাতে ধরা পড়েন লিবিয়ার শাসক কর্ণেল মুয়াম্মার গাদ্দাফী। বন্দী অবস্থাতেই বিদ্রোহীদের হাতে তার মৃত্যু হয়
৬) সিরিয়াতে আসাদ বিরোধী আন্দোলন এখনও চলছে।
৭) ২৯ শে এপ্রিল সারাবিশ্ব একযোগে ব্রিটেনবাসীর সাথে অবলোকন করে প্রিন্স উইলিয়ামস ও কেট মিডেলটনের "রূপকথার বিয়ে"।
৮)অকুপাই ওয়ালস্ট্রীট আন্দোলন। নিউ ইয়র্কের ওয়াল স্ট্রীট থেকে শুরু হয় এই আন্দোলন। পরে তা খোদ যুক্তরা্ষ্ট্রসহ বিশ্বের হাজারো শহরে ছড়িয়ে পড়ে। ,
৯) বিন লাদেনের বিরুদ্ধে পরিচালিত অভিযান হোয়াইট হাউজে বসে দেখছেন প্রেসিডেন্ট ওবামা, হিলারী ক্লিনটন, জো বাইডেন সহ আরো অনেকে।
১০) খরা আর দুর্ভিক্ষপীড়িত হর্ন অফ আফ্রিকাতে ১০ হাজারেরও বেশী মানুষ মারা যায়।
১১) অর্থনৈতিক মন্দার কারনে ইউরোপের অনেক দেশেই অস্থিরতা দেখা দেয়।
১২) অর্থনৈতিক অব্যবস্থাপনার দায়ভার মাথায় নিয়ে গ্রীক প্রধানমন্ত্রী পাপেন্দ্রু ১১ ই নভেম্বর পদত্যাগ করেন।
১৩) বৃটেনে রা্য়ট পুরো বিশ্ববাসীকে বিস্ময়ে হতবাক করে দেয়।
১৪) নভেম্বরেই ইটালীর বিতর্কিত প্রধানম্ন্ত্রী সিলভিও বার্লুসকনি একগাদা কেলেংকারীর দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করেন
১৫) ইউরোপের দুই কান্ডারী যারা শত ঝড় ঝন্ঝার মধ্যেও ইউরোপের অর্থনীতির হাল ধরে রেখেছেন ,
১৬) জুলাইতে জার্মানী আয়োজন করে 'মহিলা বিশ্বকাপ ফুটবলের', ফাইনালে জাপান ৩-১ গোলে ইউ এস এ কে হারিয়ে প্রথম এশীয় কোন দেশ হিসেব টাইটেল জিতে নেয়।
১৭) মিডিয়া মোগল রূপার্ট মার্ডকের বিরুদ্ধে ফোনে আড়িপাতা কেলেংকারীর অভিযোগ।
১৮) ৫ ই অক্টোবর এপল বস স্টিভ জবস পরলোকগমন করেন।
১৯) ১৭ ই ডিসেম্বর উত্তর কোরিয়ার বিতর্কিত রাষ্ট্রপ্রধান কিম জং ৬৯ বছর বয়সে পরলোক গমন করেন।
২০) ৮ বছরেরও বেশী সময় পর ইউ এস ইরাক থেকে তার সৈন্য তুলে নেয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।