আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি মনিটরের কালার সমস্যা নিয়ে চিন্তিত....?? তাহলে এখনই চিন্তা ঝেড়ে ফেলে কালার সমস্যার সমাধান করুন!!!

হ্যাকিং কোন ক্রাইম নয়....এটা একটা সাইবার চ্যালেঞ্জ সবার উচিত হ্যাকারের চ্যালেঞ্জের উপযুক্ত জবাব হ্যাকিং এর মাধ্যমে দেওয়া.....!!! হ্যালো বন্ধুরা! আমি আপনাদের সোহানা বলছি...... আপনাদের কেমন কাটল নতুন বছরের প্রথম দিনটি? আশা করি বেশ ভালই কেটেছে, আপনারা অনেকেই হয়তো শীতের তান্ডবে ত্যাক্ত বিরক্ত হয়ে লেপ কম্বল গায়ে দিয়ে শীতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু একবার ভেবেছেন কি এই মহা শত্রুর বিরুদ্ধে খালি গায়ে গরীব দুঃখী অসহায় মানুষেরা কিভাবে যুদ্ধ করবে এবং কতক্ষণ টিকতে পারবে….?? হ্যা বন্ধুরা ঠিক ধরেছেন শীতের সাথে খালি গায়ে যুদ্ধ করে তারা বেশিক্ষণ টিকতে পারবেনা….তাই অন্তত আপনার এলাকার বা আশে-পাশের কমপক্ষে দু’জন মানুষকে আপনার বাড়ির অব্যবহৃত কম্বল এবং গরম পোশাক দান করে আপনার সাহায্যের হাতকে সম্পসারিত করুন আমার প্রান প্রিয় বন্ধুরা আপনাদের অনেকেরই মনিটরে একটা কমন প্রবলেম হয় সেটা হল মনিটরে কালার আসেনা অথবা এক কালার Show করে… স্কীন ঘোলা বা ঝাপসা দেখায়। যদি এই সমস্যাটি আপনাদের কারো মনিটরে অনেক দিন যাবৎ দেখা দেয় তাহলে আপনার মুল্যবান সম্পদ "চোখ" এর বারোটা বেজে যাবে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মনিটরের কালার সমস্যা থেকে পরিত্রান পাওয়া যায়। ১ম ধাপঃ প্রথমে এই লিঙ্ক থেকে মাত্র ৬ মেগাবাইটের Riva tuner সফটওয়ারটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইন্সষ্টল করে নিন এবং সফটওয়ারটি রান করুন। ২ম ধাপঃ নিচের স্কিন শটটি লক্ষ করুন।

উপরের স্কিন শটে সবুজ তীর চিহ্ণিত Customize বাটনে ক্লিক করুন একটি সাব মেনু প্রদর্শিত হবে সাব মেনু থেকে লাল বৃত্ত চিহ্নিত কালার আইকনটিতে ক্লিক করুন নতুন একটি উইন্ডো আসবে। ৩য় ধাপঃ নিচের স্কিন শটটি লক্ষ করুন। উপরের স্কিনশটে Apply This color scheme at windows start up রেডিও বাটনে টিক দিন এবং Brightness, Contrast, Gamma এই অপশন গুলো স্ক্রোল করে আপনার পছন্দসই কালার এডজাষ্ট করে নিন। আপনি যদি মনে করেন যে আপনার মনিটরে কোন কালার একেবারেই অনুপস্থিত তাহলে All channels বাটনে ক্লিক করে প্রয়োজনীয় কালার সিলেক্ট করে নিতে পারেন,(এখানে All channels ডিফল্ট হিসাবে সিলেক্ট করা থাকে)। ৪র্থ ধাপঃ আপনার প্রয়োজনীয় সেটিং করা শেষ হলে Apply এবং OK বাটনে ক্লিক করুন এবং এনজয় করুন মনিটরের পছন্দসই কালার।

কি বললেন এখোনো আপনার মনিটরের কালার ঠিক হয় নি?? ওকে যদি এত কিছু করার পরেও কালার ঠিক না হয় তাহলে আপনার পিসির সাথে মনিটরের কানেকশনকৃত VGA ক্যবলটি হালকা নড়াচড়া করুন(নড়াচড়া করতে গিয়ে অনুগ্রহ করে সরীরের পুরো শক্তি প্রয়োগ করবেন না তাহলে VGA পোর্টটি ক্ষতি গ্রস্ত হতে পারে)কি দেখছেন কালার আপ-ডাউন করছে ওকে গাইস আপনার VGA ক্যবলে সমস্যা আছে। এখন আপনার VGA ক্যবলটি রিপেয়ার করতে হলে নিচের নির্দেশনা গুলো অনুসরণ করুন। নিচের স্কিনশটটি লক্ষ করুন। উপরের স্কিনশটে লাল বৃত্ত চিহ্নিত স্থানে ক্যাবলটি কেটে ফেলুন এবং ক্যাবলের উপরের বাইন্ডিং অংশ এক ইঞ্চি পরিমান ছুলে নিন বিভিন্ন কালারের ১৫টি তার দেখতে পাবেন(বেশি কম থাকতে পারে) এবার মার্কেট থেকে ১৫পিনের একটি VGA মেইল কানেক্টর কিনে নিন এবং আগের কানেক্টরের কানেকশন অনুসারে নতুন কানেক্টরের পিনে তার গুলো সোল্ডার আয়রণ দিয়ে ঝালাই করে নিন। প্রয়োজনে আগের VGA কানেক্টরটির পিনের সাথে VGA ক্যবলের তারের সংযোগ ফাইন্ড আউট করার জন্য মাল্টি মিটার ব্যবহার করতে পারেন।

একটি বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এক এক কম্পানীর মনিটরের VGA ক্যবলের সাথে VGA কানেক্টরের পিনের সংযোগ ভিন্ন হতে পারে সেটা আপনাকে শিয়র হতে হবে। আমি এই পোস্টে Samsung 551s মডেলের CRT মনিটরের ক্যবলের সাথে পিন কনফিগারেশন নিয়ে আলোচনা করেছি। আপনার মনিটরটি যদি Samsung 551s মডেলের হয় তাহলে নিচের স্কিনশটটের ডায়াগ্রামটি ফলো করতে পারেন। উপরে উল্লেখিত সমস্যা গুলো ছাড়াও আরো বিভিন্ন Hardware সমস্যার কারনে মনিটরে কালার প্রবলেম হতে পারে…..নিচে ৩টি Hardware প্রবলেম নিয়ে আলোচনা করছি। [নিচে আলোচিত ট্রাবল এবং ট্রাবলসুটিং শুধু মাত্র CRT মনিটরের জন্য প্রযোজ্য] # মনিটরের সর্কিটে বিভিন্ন আইসি এবং ট্রানজিষ্টরের সোল্ডারিং ক্ষয়ে গেলে বা লুজ হলে কালার প্রবলেম হতে পারে তবে বিশেষ করে বেজ সর্কিটের সোল্ডারিং লুজ হলে কালার প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

সমাধানঃ মনিটরের বেজ সর্কিটে বিভিন্ন পাটর্সের লেগ ভাল করে সোল্ডারিং করুন [সোল্ডারিং করার সময় খেয়াল রাখতে হবে কোন পাটর্সের লেগ যেন শট না হয়] # মনিটরের সর্কিটে PTC পার্টসটি ক্রাশ করলে কালার প্রবলেম হতে পারে। সমাধানঃ PTC পরিবর্তন করে দেখুন। # মনিটরের সর্কিটে জাঙ্গল আইসি খারাপ থাকলেও কিছু কিছু মনিটরে কালার প্রবলেম হতে পারে। সমাধানঃ জাঙ্গল আইসি পরিবর্তন করে দেখুন। দ্রষ্টব্যঃ উক্ত ট্রাবলসুটিং সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন।

পোষ্টে আলোচিত ট্রাবলগুলো ছাড়াও বিভিন্ন ট্রাবলের কারনে মনিটরে কালার প্রবলেম হতে পারে। আপনার যদি ইলেকট্রনিকস্ সম্পর্কে বেসিক ধারনা থাকে তাহলেই শুধু মাত্র হার্ডওয়ারের ট্রাবলসুটিং করার চেষ্টা করুন, প্রয়োজনে কোন ইলেকট্রনিকস্ প্রকৌশলীর সহায়তা নিন নচেৎ শুধুমাত্র সফটওয়ারটি ব্যবহার করেই সন্তুষ্ট থাকুন। ধন্যবাদ  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.