আমাদের কথা খুঁজে নিন

   

মাত্র ১ মিনিটে খুঁজে বের করুন আপনার মনিটরের Dead Spot, দেখে নিন আপনার মনিটরের কোথায় আছে কাল দাগ।

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই ভালই আছেন, আমিও মোটা মোটি ভাল আছি।
নতুন ল্যাপটপ/মনিটর কিনার ক্ষেত্রে আমারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, কারন তখন আমরা নরমাল ভাবে মনিটর চেক করতে পারলেও বিশেষ ভাবে চেক করতে পারি না। কারন তখন আমাদের কাছে ভাল কোন উপায় জানা থাকেনা ভাবে ভাবে চেক করার জন্য বা অনেকই এই বিষয়টা জানি না যে কিভাবে চেক করব। আজ আপনাদের আমি শিখিয়ে দিব কিভাবে নতুন পিসি/ল্যাপটপ কিনার সময় তার মনিটর চেক করে নিবেন।


প্রক্রিয়াঃ
১। প্রথমে নেট কানেকশন নিশ্চিত করুন।
২। তার পর এই লিঙ্কে যান, দেখবেন ৫ রঙের ৫ টি বক্স আছে।
৩।

যেকোন একটি রঙ পছন্দ করুন, তারপর F11 এ ক্লিক করুন। যদি আপনি সাদা রঙ সিলেক্ট করে থাকেন তবে এখন সম্পূর্ন স্কিন টা সাদা রঙ ধারন করবে আর এতে আপনার কাছে সহজেই ধরা পরবে স্কিনের কোন জায়গায় স্পট আছে।
৪। একই ভাবে আর ও বাকি ৪ রঙ সিলেক্ট করে আপনার স্কিন চেক করে নিন।
৫।

এভাবে খুব সহজেই আপনার কাছে মনিটরের লুকানো Dead Spot ধরা পরবে।
স্কিনসর্টঃ


উপরের স্কিনসর্টে লক্ষ্য করলে দেখা যায় এতে কোন স্পট নাই তার মানে আমার স্কিন ১০০% Dead Spot মুক্ত, ২ টি স্কিনসর্টই আমার ল্যাপটপ দিয়ে নেয়া। এখন আপনিও চেক করে নিন আপনার স্কিন। কোন সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন।
সবাই ভাল থাকবেন আর সময় পেলে ঘুরে আসবেন আমার ফ্রি ডাউনলোড ভিত্তিক সাইট।


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.