আমাদের কথা খুঁজে নিন

   

মনিটরের উপর কত পোকা...

মুতাসিমের ফালতু ব্লগে আপনাকে স্বাগতম! দুনিয়ার সব ফালতু ফালতু লেখা গুলা পাবেন এখানে।

আমার পিসিতে সময় ১০.৩৬। এটাই ব্লগে আমার সবচেয়ে গভীর রাত। আজকে বাসা প্রায় খালি। তবে লাইট জালানো যাবে না।

এই রুমেই একজন ঘুমাচ্ছে। কি আর করা। লাইট বন্ধ করার কিছুক্ষন পরেই আমার মনিটর পোকায় ভরে গেসে। কিন্তু জানালা দিয়ে খুবই সুন্দর বাতাস আসতেসে। আজকে প্লেন আছে সারা রাত ব্লগে থাকবো।

তবে বলা যায় না আমার ২৪ ঘন্টা ইন্টারনেট লাইন আছে কিন্তু কারেন্ট লাইন নাই। আজকে সারা দিনটা আমার খুবই ভালো কাটলো। আমি স্বাধীন ছিলাম আজকে। এখনও আছি। আমি আমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছি।

নিজেকে অনেক অনেক সফল মনে হচ্ছিল। আজকের পড়াশুনাটাও ভালো গেল। ৩ ঘন্টা পড়সি সারা দিনে কিন্তু আইরিন আপুর সাথে কথা বলার পর brb দিয়ে হিসাব করে দেখলাম অজকে অনেক বেশি পড়সি। আজকে যা পড়লাম সব একবার রিডিং দিলাম। বাহ আমি অনেক মেধাবী হয়ে যাচ্ছি দিন দিন।

এর পেছনে দুইটা করন থাকতে পারে... ১। আজকে সারা দিনে আমি কথা বলতে পারি নি। কথা বলার কেউ ছিলও না। মাথা খুবই ঠান্ডা ছিলো। ২।

আজকে নুতুন কিছু স্বপ্ন দেখসি। জীবনটাকে স্বার্থক বলে মনে হচ্ছিল। আগের পোস্ট দেখেন। বুঝে যাবেন। আচ্ছা আজকে একটা সুযোগ আছে।

রাতটা ব্লগে কাটায়ে নি। Best of luck মুতাসিম... এখন কারেন্টটা থাকলেই হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.