আমাদের কথা খুঁজে নিন

   

জাকা আশরাফ পিসিবির প্রথম নির্বাচিত সভাপতি

অবশ্য ২০১১ সাল থেকেই এই পদে ছিলেন জাকা আশরাফ। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, “পিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন জাকা আশরাফ। পিসিবির সংবিধান অনুযায়ী এখন থেকে চার বছর দায়িত্ব পালন করবেন তিনি।” আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ২০১৩ সালের জুনের মধ্যে পূর্ণ সদস্য ১০টি দেশের ক্রিকেট বোর্ডের প্রধানকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার আদেশ জারি করেছে। নতুন নিয়মে বিপদে পড়ে যায় বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। কারণ এই তিনটি দেশের ক্রিকেট বোর্ড প্রধান সরকার মনোনীত করতো। তবে এরই মধ্যে আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ড প্রধান নির্বাচন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এবার পাকিস্তানও করলো। বাকি শুধু বাংলাদেশ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।