আমাদের কথা খুঁজে নিন

   

“জারদারি ও জাকা আশরাফের কাল্পনিক ফোনালাপ “

.............। ক্রিং ক্রিং............(পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ব্ল্যাকবেরি থেকে জাকা আশরাফের আইফোন ৪এস'তে কল আসিলো) জাকা ঃ আসসালামালাইকুম স-ব-জী জারদারি ঃ ওয়ালাইকুম সালাম জাকা ঃ ওস্তাদের শইলডা কিমুন.....? জারদারি ঃ বেশী বালা নারে, পুরান বাতের ব্যথাটা আবার দেখা দিছে। আইছ্যা ওইসব বাদ দে আসল কথা ক, তোর খবর টবর কি ? জাকা ঃ ওস্তাদ আমিতো বালাই আছি। জারদারি ঃ কি কচ্ছিস, তুই বালো থাকিস কিবা করে ? তুই কাম ই করতে পারতেচিস না। বাংলাদেশরে খেলাবি বইল্যা কতবার আমার পকেট কাটলি,কিন্তু এখন তো দেখতেচি তুই ফেল মারচিস রে।

জাকা ঃ ওস্তাদ ফেল মারি নাই ফেল মারি নাই, এখনো প্যাঁচ মাইরা রাখছি, এই মাসে হেরা না আইলেও ২-৪-৬ মাসে একটা শর্ট ট্যুর হইলেও হেরা মারবো...আমি গিট্টা ছাড়ি নাই। জারদারি ঃ এই এ তুই কি কতে চাচ্চিস রে? ৪-৬ মাস তো বহুত দূর,মামুরা যে হারে বোমা ফেলতাছে ২মাস পর তো খেলার জন্য কোন স্টেডিয়ামি থাকবো নাকি তারই তো কোন ঠিক নাই। তকন তুই কোতায় খেলাবি,কিবা করে খেলাবি রে? জাকা ঃ ওস্তাদ একটা স্টেডিয়ামের একটু কোনা বা অর্ধেকও কি অবশিষ্ট থাকবো না? আমার ওইটুকু হইলেই চলবো,কাম চালায়া দিতে পারমু। জারদারি ঃ এই জাকা এই, কি কচ্চিস তুই? ভাংগাচুরা আরধেক স্টেডিয়াম দিইয়া তুই কিবা করে খেলা চালাবি,মোক্‌ ক্‌ দেহি। জাকা ঃ ওস্তাদ চালান যাইবো............আমরা সবাইরে কমু স্টেডিয়াম আমরা ইচ্ছা কইরা ভাইংগা দিছি,ভাইংগা সোজা রাস্তা কইরা দিছি আর এইডা আমরা করছি জনকল্যানে, খেলা দেখার সময় যদি কোণ সন্ত্রাসী হামলা হয় তইলে দর্শকরা যাতে চোখ বন্ধ কইরা সোজা দৌড় দিতে পারে,সেইজন্য।

জারদারি ঃ আচ্ছা............কিন্তু বোমা ত মাঠের মধ্যেও পড়তে পারে তইলে ত মাঠেও বড় বড় গর্ত থাকবো হেইডা কি করবি ? জাকা ঃ ওস্তাদ হেইডারও বুদ্ধি আছে। আমারা কমু ওই গর্তগুলাও আমারাই করছি,প্লেয়ারদের স্বার্থে। জারদারি ঃ কেমন ? জাকা ঃ আমরা কমু, গর্তগুলা আমরা করছি দুইডা কারনে, নাম্বার ওয়ান- খেলা চলার সময় যদি কোন এ্যাটাক হয়,খেলোয়াড়রা যাতে ডাইরেক্ট গর্তের মধ্যে ঢুইক্কা আত্মরক্ষা করতে পারে। নাম্বার টু – খেলা চলার সময় প্রসাব পায়খানা ধরলে প্লেয়াররা ওইখানেই কাম সাইরা দিতে পারবো আর দূরে যাইতে অইবো না। জারদারি ঃ হুম্মম...............বুঝলাম।

কিন্তু তোর এই “গু” কি কেউ খাইব ? পেট খারাপ করব না? জাকা ঃ ওস্তাদ আমার মনে হয় খাইবো,পেটও খারাপ অইবো না। জারদারি ঃ ক্যামনে বুঝলি ? জাকা ঃ এইযে আপনে এতোদিন ধইরা খাইতাছেন............আপনের পেটতো কখনো খারাপ হয় নাই ************************************************************ # পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি# **মন্তব্য বা উপদেশ কাম্য - পত্রদূত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।