আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশকে জাকা আশরাফের হুমকি

♥আলোর কাছে অন্ধকার পরাভুত হয় , ন্যায়ের কাছে অন্যায় পরাজিত হয়, আর সত্যের কাছে মিথ্যার পরাজয় সবসময়ই হয়। । বাংলাদেশ পাকিস্তান সফরে না গেলে দু দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করার হুমকি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’কে তিনি বলেন, “বাংলাদেশ আমাদের এখানে না এলে তাদের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টি নিয়ে আমরা পুনরায় চিন্তা-ভাবনা করবো। তবে আশা করি এ ধরণের পরিস্থিতির সৃষ্টি হবে না।

” ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আর কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে যায়নি। দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পিসিবি এ মাসেই পাকিস্তান সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলো বাংলাদেশকে। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যায়। দেশে ফিরে পাকিস্তানের নিরাপত্তার ব্যাপারে সবুজ সংকেতও দেন বিসিবি সভাপতি। তবে পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার শুধু বাংলাদেশ সরকারের।

আপনারা কি বলেন বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তান সফরে যাওয়া উচিত ??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.