আমাদের কথা খুঁজে নিন

   

জাকা আশরাফ পিসিবির ‘সন্দেহজনক’ সভাপতি!

সাবেক খেলোয়াড় ও পাকিস্তান সেনাবাহিনীর একটি দলের কোচ আহমেদ নাদিম সাদালের করা মামলার প্রেক্ষিতে মঙ্গলবার আদালত এই নির্দেশ দেন। আগামী ১৩ জুন মামলাটির শুনানি হবে। এ মাসের শুরুতে পিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হওয়ার ‘কীর্তি’ গড়েন আশরাফ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসির নিয়মানুযায়ী, সংস্থাটির পূর্ণ সদস্য প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডের প্রধানকে নির্বাচিত হতে হবে। তবে বাদীর অভিযোগ, পিসিবির এই নির্বাচন ‘সন্দেহজনক ও অস্বচ্ছ’।

নির্বাচনে জাকা আশরাফ ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মনোনীত প্রার্থী। আদালতের পক্ষ থেকে বলা হয়, “বাদী মামলার পক্ষে বেশ কিছু যুক্তি উপস্থাপন করেছেন। যার ফলে মনে হচ্ছে পিসিবি চেয়ারম্যান উদ্দেশ্যপ্রণোদিত ও কলুষিতভাবে নির্বাচিত হয়েছেন। ” মামলার বাদী সাদাল বলেন, “কোনো ঘোষণা ছাড়াই অগণতান্ত্রিক ও গোপনীয়তার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হয়। ” জাকা আশরাফকে পিসিবির প্রধান হিসেবে নির্বাচিত করার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে সিন্ধু হাই কোর্টে আরেকটি মামলা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

বুধবার এই মামলার শুনানি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।