আমাদের কথা খুঁজে নিন

   

২০১১ বর্ষশেষ মাইক্রো ব্লগ-শেষ পর্ব

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে ক. চায়না সম্প্রতি ৫০০ কিমি/ঘন্টায় চলে এরকম ট্রেনের চালু করেছে পরীক্ষামূলক ভাবে। এর চেহারা দেয়া হয়েছে প্রাচীন এক তলোয়ারের মত করে। ঢাকা-চট্রগামের মাঝে এইরকম একটা ট্রেন থাকলে ১ ঘন্টার কম সময়ে যাতায়ত করা যেত। প্রায় ৬-১০ ঘন্টার এই যাত্রাপথ যারা পাড়ি দেন নিয়মিত তারা জানেন নিশ্চয়ই ঢাকা-চটগ্রামের সড়ক পথের দূরত্ব? তবে চীনের বিশেষজ্ঞরা বলেছেন সময়ের চাহিদাকে মিটাতে চীনকে এর চেয়ে দ্রুত গতির ট্রেন বানাতে হবে। খ. ২০১১ সালের নানা বিচারে সেরা মূভি হিসাবে স্বীকৃত পাওয়া নির্বাক ও সাদা-কালো এই মুভিটি এখনও দেখা হয়ে উঠেনি।

১৯২৭ সালের এক হলিউড স্টার, যে কিনা সবাক সিনেমার আগমনে শংকিত; তার কাহিনী নিয়ে এই মুভি। ধরে নেয়া যায় এই বছরের অস্কারের তালিকাতে এটি প্রাধান্য বিস্তার করবে। গ. কানাডা দৃশ্যত: ধর্মীয় সহনশীলতার দেশ। তবে মুসলমানদের প্রতি এদের অন্তরে যে গভীর হিংসা এবং ঘৃণা আছে সেটা মাঝে মাঝে প্রকাশ পায়। সম্প্রতি কানাডার সিটিজেনশিপ অনুষ্ঠান, যেখানে সবাইকে শপথ নিতে হয়, সেখানে মুখ ঢেকে রাখা বোরকা নিষিদ্ধ করা হয়েছে।

খবরের নীচের কমেন্টগুলো পড়লে এদের ইসলাম বিদ্ধেষ কিছুটা আচঁ পাওয়া যাবে। ঘ. মুনতাসির মামুনকে নিয়ে সে উচ্চতায় পতাকা – যেখানে পাখি ওড়ে না পোষ্টটি দেবার পর সে ফেসবুকে যোগাযোগ করে কিছু তথ্য দিয়েছে। সেই পোষ্টটি আপডেট করে তথ্যগুলো যোগ করে দিয়েছি। ঙ. এ বছর প্রচুর মুভি দেখলেও মুভি নিয়ে পোষ্ট দেয়া হয়নি। ব্লগিং ও সেভাবে করা হয়ে উঠে না।

জীবন ও জীবিকার চাপে ব্লগিং এ সময় দেয়া কমাতে হয়েছে। কিছুদিন আগে বাড়ী কেনার পর ঝামেলার চাপ আরো বেড়েছে। এর মাঝেও অসংখ্য ব্লগার-অনলাইন সুহৃদরা নানা ভাবে যোগাযোগ রেখেছেন, তাদের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। সকল সুহৃদ, সকল ব্লগার এবং সকল দেশের মানুষকে শুভেচ্ছা। নতুন বছরটি সবার ভালো কাটুক।

আমার দুঃখিনী বাংলাদেশ আর একটু ভালো থাকুক। । চ. শেষ করছি একটি ছোট গল্প দিয়ে। একটু আগে পড়া একটি কৌতুককে ক্ষাণিকটা পরিবর্তন করে দিলাম। বান্ধবীরা সব গোল হয়ে বসেছিলো মাঠে।

জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে। কাল রাতে কে কে, কাকে কাকে কয়টা মিসকল দিয়েছিলো, কোন কোন হ্যাংলা পোলার সাথে কয়ঘন্টা হুম-হাম হয়েছিলো, কে কে মোবাইলে ইয়ে মার্কা ভিডিও মেসেজ পেয়েছে, ইত্যাদি। এর মাঝে ঝড়ের মত আসলো রুপা। রাগের চোটে মুখ লাল হয়ে আছে। বান্ধবীদের মাঝে কানাঘুষা আছে রুপা রাগলে কোথাও আগ্নেয়গিরি হয়।

সবাই একসাথে জানতে চাইলো কি হয়েছে? কি হয়নি বল! বাসা থেকে সিড়ি দিয়ে নামতেই পড়লাম এক কলার ফেরিওয়ালার সামনে। সে বললো, আফা কলার সাইজ তো দেখেন!! দেখলেই দিল খোশ!! গাড়ীওয়ালা তেল নেবার জন্য পাম্পে ঢুকলো। ওইখানকার লোকটা ড্রাইভারকে কিছু না বলে জানালা দিয়ে আমাকে জিজ্ঞাস করলোঃ আর কত ঢালবো?? সেখান থেকে গেলাম লন্ড্রীর দোকানে। দোকানি খুবই ব্যস্ততার ভান করে আমাকে বসিয়ে বললো, কাপড় বাইর কইরা রাখেন, আমি আইতাছি!! এইখানে আসার আগে গেলাম ফটোকপির দোকানে। চোথাগুলো দিতেই দোকানী বললোঃ সামনে পিছে দুই দিকেই করমু না খালি একদিকে!!! এখন তোরা বল, এই ধরণের অশ্লীল কথা বার্তা শুনলে কারো শরীর-মন ঠিক থাকে???  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।