ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনের এমপি নসরুল হামিদ বিপুসহ ৯ জনের বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি, হত্যার হুমকিসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা হয়েছে। গতকাল ঢাকা সিএসএম আদালতে এই মামলা করেছেন হোপস ডোর বাংলাদেশ নামক উন্নয়নমুখী মানবাধিকার সংস্থার চেয়ারম্যান শামীমুন নাহার।
ঢাকা মহানগর হাকিম আব্দুল কাদের অভিযোগের বিষয়ে বাদির জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি রামপুরা থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
অন্য আসামিরা হলেন, কবির হোসেন কাজল (৪৭), ফুয়াদ হোসেন (৫৪), মোশারফ হোসেন সানু (৫৪), আরিফুর রশিদ (৫১), রশিদ হেলালী (৫৪), রমজান আলী (৪৮) দুরদানা রশিদ ও ডেইজী হাসান আইরিন।
মামলার অভিযোগে বলা হয়, পূর্ব শত্র“তার জের ধরে আসামিরা বাদিকে তার পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার পরিকল্পনা করে ও বাদিকে একাধিকবার হত্যার পরিকল্পনা করে।
এ ঘটনায় থানায় একাধিক সাধারণ ডায়েরি ও মামলা করা হয়।
নসরুল হামিদ বিপুর নির্দেশে ও প্ররোচনায় অন্য আসামিরা প্রায়ই বাদির কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে ও বাদির পৈত্রিক বাড়ির একটি ফ্ল্যাট দাবি করে।
গত ২৮ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টায় আদালতের কাজ সেরে বাসায় ফেরার পথে আসামিরা রামপুরা মিরাজ হোটেলের গলিতে একটি কালো মাইক্রোবাসে এসে পেছন থেকে ধাক্কা দিলে বাদি আহত হন। এ সময় কবির হোসেন কাজল, ফুয়াদ হোসেন, মোশারফ হোসেন সানু, আরিফুর রশিদ, রশিদ হেলালী, রমজান আলী পূর্বে দাবি করা ২০ লাখ টাকা ও একটি ফ্ল্যাট আবার দাবি করে। তারা ১৫০ টাকার দুটি নন জুডিশিয়াল ষ্ট্যাম্প ও ৬ টি সাদা কাগজে স্বাক্ষর নেয় এবং বাদির ব্যাগ ছিনিয়ে নেয়।
ব্যাগে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লাখ ১০ হাজার টাকা ছিল বলে মামলায় উল্লেখ করা হয়। এমপি বিপুর বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে অভিযোগ করা হয়েছে মর্মে মামলায় অভিযোগ করা হয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।