আমি আমার আনন্দে লিখি!!! 'প্রথম আলো ভারত ও মার্কিনপন্থী' বলে উইকিলিক্সের ফাস করা তথ্যে তাদের পিছনের কাপড়ের খানিকটা আলগী দিয়ে দেওয়া হয়েছিল এবং প্রথম আলো তা আর ঢেকে রাখতে পারল না। অবশেষে তাদের লেঞ্জাটা বেড়িয়ে পড়ল। 'উট পাখি নয় মানুষের জীবন চাই' বলে চিত্কুর মারতে মারতে ডিগবাজি খায় কিন্তু আফসুস, যে তারা নিজ...েরাই মানুষ হইতে পারল না। কত বড় ভাকু (ভারতের কুকুর) না হলে 'টিপাইমুখ বাঁধ তৈরি করা কেন জরুরি' এই নিয়ে একটা জানোয়ার লেখে আর প্রথম আলো তা ছাপায়। অবশ্য কিছু লেজ কাটা শিয়াল পন্ডিত এই লেখার পক্ষেও দালালি করবে।
আচ্ছা, আজ পর্যন্ত সম্পন্ন হওয়া ভারত-বাংলাদেশ চুক্তিগুলোর মাঝে কোন চুক্তিটি দিয়ে বাংলাদেশ লাভবান হচ্ছে? উত্তর হলো, একটি চুক্তিতেও বাংলাদেশ লাভবান হয়নি। একটা ব্যপার আগেই বুঝা যাচ্ছিল যে, 'টিপাইমুখ বাধ বিরোধী আন্দোলন' ঠেকাতে টাকা খেয়ে এই সব 'জ্ঞান পাপীরা' ভাদারা (ভারতের দালাল) উঠে পরে লেগেছে। এখন টিপাইমুখ বাধের পক্ষে স্ট্যান্ড নিয়ে তারা আসল রূপে সামনে চলে আসলো। বঙ্গ জননী স্বাধীন হলেও তার সে এখনো রাজাকার শূন্য হতে পারল না। পাকিস্তানের রাজাকারদের পর, এখন ভারতের রাজাকারদের ধর্ষণে বঙ্গ জননী আজও ধর্ষিত।
মা ক্ষমা কর আমায়। তোমাকে এখনো দেশের শত্রু মুক্ত করতে পারিনি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।