ব্লগার আলতামাশের পোস্টে আমি ৫ টি প্রশ্ন করি মূলত সন্দেহের বশেই। আমার কাছে মনে হচ্ছিল সে হেফাজতের আড়ালে তালেবানদের পেইড এজেন্ট কিংবা এ জাতীয় কিছূ। যেমনটা হেফাজতের নেতাদের মাঝেও তালেবানগোস্ঠী পেইড এজেন্টে ঢুকিয়ে দিয়েছে।
প্রশ্নগুলো ছিল-
১. তালেবান নিয়ে আপনার বক্তব্য কী ?
২. তাদের আপনি সমর্থন করেন কোন কোন যুক্তিতে ?
৩. "আমরা হব তালেবান, বাংলা হবে আফগান" শ্লোগান প্রনেতা মুফতি আমিনি সম্পর্কে আপনার বক্তব্য কী ?
৪. শ্লোগানটি সম্পর্কে আপনার বক্তব্য কী ?
৫. হেফাজতের ১৩ দফার মাঝে "আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে" এর ব্যখ্যা কী ? যুদ্ধাপরাধীরা বাদে কোন কোন আলেম ওলামা আটক ? নামগুলো দিলে বুঝতে সুবিধা হবে।
ব্লগার আলতামাশ পাশ কেটে গেলেন।
প্রথম চারটির উত্তরে বললেন-
০২ রা মে, ২০১৩ দুপুর ২:৩২
লেখক বলেছেন: প্রথম চারটি বিষয় নিয়ে কোন মন্তব্য করতে চাই না।
মন্তব্য আসলেই তাকে করতে হয়নি। মন্তব্য তার পোস্টে আমিই করলাম "আপনাকে তালেবান সমর্থক কিংবা ছন্দবেশী তালেবান কিংবা তালেবানদের পেইড এজেন্ট মনে করার মত একটি প্রমাণ আপনি আমাকে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। "
৫ ম প্রশ্নটির উত্তরে তার লেজের পুরোটাই প্রকাশ পেল।
বললেন -
-ইসলামকে নিয়ে কুটুক্তিকারীদের বিচারের দাবীতে মিছিল করার সময় মানিকগন্জে চারজনকে পুলিশ গুলি হত্যা করেছে। যার মধ্যে একজন আলেম ছিল। সে সময় অনেককে গ্রেফতারও করা হয়।
আমার ফুফাত ভাই, একজন বড় আলেম। তাকে পুলিশ থানায় ডেকে শাসিয়ে দিয়েছে যেন তিনি ইসলামকে নিয়ে কুটুক্তিকারীদের বিষয়ে কোন আলোচনা না করেন।
অন্যথায় তাকে গ্রেফাতার করা হবে।
আমার প্রশ্ন হচ্ছে ১৩ দফার আলাদা এক দফায় আপনাদের দাবী ছিল আটক নেতাদের মুক্তি। সাইদীর নাম আপনাদের নেতারা সরাসরিই বলেছেন। বাকীরা কারা ?
সত্যই,
লেঞ্জা ইজ কোয়াইট ইম্পসিবল টু হাইড ........ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।